সমৃদ্ধ ওয়েব সাইট তহবিল

সত্য তথ্য সঠিক জ্ঞানের উৎস। মিডিয়া বা মাধ্যম হলো তথ্যের বাহন। প্রযুক্তি হলো মিডিয়া বা বাহনের সহজিকরণ। সত্য জানতে বা সত্যে উপনীত হতে তথ্য অপরিহার্য। তথ্যপ্রাপ্তির জন্য মিডিয়া অতীব জরুরি উপকরণ। তথ্যের সহজলভ্যতার জন্য প্রযুক্তি খুবই প্রয়োজন। সব নবী ও রাসূল (আ.) বিশ্ব মানবতার উন্নয়নে ও সভ্যতার উৎকর্ষ সাধনে যে দাওয়াতি কাজ করেছিলেন, তাতেও তারা সত্য তথ্য প্রচারে সময়োপযোগী মিডিয়া ও প্রযুক্তি ব্যবহার করেছেন। মিডিয়ার উন্নয়ন ঘটছে প্রতিনিয়ত, প্রযুক্তি উন্নতি চলমান। পরিবর্তনের এ অবিরাম ধারায় যুক্ত হচ্ছে নিত্য-নতুন আবিষ্কার প্রযুক্তি ও মিডিয়ার নানা নতুন সংস্করণ।

আল্লাহ তায়ালা কুরআনে কারিমে বলেন,

وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُونَ.

‘আর তিনি এমন কিছু সৃষ্টি করবেন, যা তোমরা (এখনো) জানো না।’ (আল-কুরআন, সূরা নাহল : ১৬ : ০৮)

ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে পুরো পৃথিবীর মানুষ এখন এক ও অভিন্ন নেটওয়ার্কের মধ্যে বসবাস করছে। ব্যাংকিং, মার্কেটিং, জার্নালিজম থেকে শুরু করে সব ক্ষেত্রেই অনলাইন ভার্সন তৈরি হয়েছে। গড়ে উঠেছে দৃশ্যমান দুনিয়ার পাশাপাশি আরেকটি ভার্চ্যুয়াল দুনিয়া। ফলে অফলাইন ও অনলাইন নামক দুটো পথ এখন পৃথিবীর মানুষের সামনে অবারিত। এখন মাল্টিমিডিয়ায় লেখাপড়ার অসংখ্য চমকপ্রদ ব্যবস্থা চালু হয়েছে। ক্লাসের পড়া স্ক্রিনে প্রদর্শন করা যায়, এমনকি পরীক্ষার খাতায় কিছু না লিখে সরাসরি কম্পিউটারে পরীক্ষা দেওয়া যায়। একটা ই-বুক ডিভাইসে শিক্ষার্থীরা শুধু যে তার পাঠ্যবই রাখতে পারে তা নয়, বরং লাইব্রেরির কয়েক হাজার বই পর্যন্ত রাখতে পারে। প্রজেক্টরের মাধ্যমে এক দেশের স্কলার অন্য দেশের শিক্ষার্থীদের পড়াতে পারেন খুব সহজেই। বিগত প্রায় এক দশকে অনলাইনে শিক্ষার বিভিন্ন ধারার পাশাপাশি অনলাইন ইসলামিক মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ও গড়ে উঠেছে। এতে এক দেশের ইসলামিক স্কলারের কাছে অন্য দেশের শিক্ষার্থীরাও শিক্ষা গ্রহণ করতে পারছে। শিক্ষার্থীরা গুগল মিট, জুম ইত্যাদি ব্যবহার করে কুরআন-হাদিস, মাসআলা-মাসায়েল শিখছে, বিভিন্ন বিষয়ে কোর্স করছে। প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবন যেমন সহজ ও সুন্দর হয়েছে, তেমনি পরকালীন পাথেয় সংগ্রহেরও সুপ্রশস্ত রাস্তা তৈরি হয়েছে।

ইসলামের যাবতীয় বিষয়াবলিতে সমৃদ্ধ একটি ওয়েবসাইট ছিলো সময়ের অন্যতম চাহিদা। আমরা সেই চাহিদাকে বাস্তবায়ন করতে এগিয়ে যাচ্ছি ক্রমান্বয়ে। আপনার সহায়তা হতে পারে আমাদের এগিয়ে যাবার অনুপ্রেরণা। তাই আসুন, আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে ইসলামপ্রচারের বিশ্বস্ত প্লাটফর্মে মুক্তহস্তে দান করি। আপনার অর্থকে সর্বোচ্চ সতর্কতার সাথে নির্দিষ্ট ফান্ডে ব্যয় করতে আমরা বদ্ধপরিকর।

error: Content is protected !!