সবার জন্য শিক্ষা

শিক্ষা ইসলামের প্রাথমিক মৌলিক বিষয়াবলির অন্তর্ভুক্ত। আদি শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ তাআলা। তাই ফেরেশতারা বলেছিলেন, ‘হে আল্লাহ, আপনি পবিত্র! আপনি যা শিখিয়েছেন, তা ছাড়া আমাদের আর কোনো জ্ঞান নেই; নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী ও কৌশলী।’ (আল-কুরআন, সূরা-২ বাকারা, আয়াত: ৩২)।

নবী–রাসূলদের দাওয়াতি কাজের মূল ভিত্তি ছিল জ্ঞানের আলো দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা। হজরত ইব্রাহিম (আ.) দোয়া করেছিলেন: ‘হে আমাদের প্রভু! আপনি তাদের মাঝে এমন রাসূল পাঠান, যিনি তাদের সমীপে আপনার আয়াত উপস্থাপন করবে, কিতাব ও হেকমত শিক্ষা দেবে এবং তাদের পবিত্র করবে। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী স্নেহশীল ও কৌশলী।’ (আল-কুরআন, সূরা-২ বাকারা, আয়াত: ১২৯)।

আমরা কত সহজে শিক্ষার আলো গ্রহণ করছি। অথচ সমাজের একটি শ্রেণি রীতিমতো শিক্ষাবঞ্চিত। তাদের মধ্যে রয়েছে—পথশিশু, বেদে, তৃতীয় লিঙ্গ (হিজড়া) বা বয়োবৃদ্ধ। তাদের জন্য প্রাথমিক জ্ঞান ও ধর্মীয় শিক্ষা নিশ্চিতকরণের প্রকল্প আমরা হাতে নিয়েছি। সমাজে মুহুর্মুহু যে অন্যায় অনাচার ছড়িয়ে পড়ছে, শিক্ষা ও ধর্মীয় জ্ঞানের প্রসার ঘটলে এই ছিন্নমূল শ্রেণি আলোকিত মানুষ হয়ে গড়ে উঠবে। তাই এ প্রকল্পে আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছি। অর্থ ও কায়িক শ্রম দিয়ে আপনিও হতে পারেন আমাদের সঙ্গী। আপনার অর্থকে সর্বোচ্চ সতর্কতার সাথে নির্দিষ্ট ফান্ডে ব্যয় করতে আমরা বদ্ধপরিকর।

error: Content is protected !!