ইসলাম ধর্ম সম্পর্কে অভিজ্ঞ ও কুরআন-হাদিসের গভীর জ্ঞানে বিশেষজ্ঞ আলেম-ওলামাদেরকে আল্লাহ তাআলা ইহ ও পরকালে অনন্য মর্যাদায় ভূষিত করবেন। কুরআন শরিফে এসেছে, ‘তোমাদের মধ্যে যারা ঈমানদার ও যারা প্রজ্ঞাবান আলেম আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দেবেন।’ (আল-কুরআন, সূরা মুজাদালা, আয়াত : ১১)
মহান আল্লাহ ইহকালেও আলেম-ওলামাগণকে উচ্চ মর্যাদায় উন্নীত করবেন এবং পরকালেও তাদেরকে সম্মানজনক আসনে অধিষ্ঠিত করবেন। আল্লাহ তাআলা আলেম-ওলামাগণকে দোজখের শাস্তি প্রদান করবেন না। তিনি পরকালে তাদেরকে ক্ষমা করে দেবেন ও জান্নাত দান করবেন।
‘হজরত আবু মুসা আশআরি রা. বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কেয়ামতের দিন বান্দাদেরকে উত্থিত করবেন। এরপর ওলামায়ে কেরামকে সম্মান দিয়ে বলবেন, হে আলেম সম্প্রদায়! আমি তোমাদের মধ্যে আমার ইলম এ জন্য রাখি নি যে, তোমাদেরকে শাস্তি প্রদান করব। তোমরা যাও। আমি তোমাদের ক্ষমা করে দিলাম।’ (মুজামুল আওসাত, হাদিস : ৪২৬৪)
মর্যাদাবান এই শ্রেণির অনেক আলেম, হাফেজ, ইমাম ও মুয়াজ্জিন নিরাপদ বাসস্থানের অভাব ভোগ করেন। আমরা তাদের যোগ্য সম্মানটুকু প্রদর্শন করতেও যেন অক্ষম। অথচ তারা এ জাতির শ্রেষ্ঠ মানুষ। তাই আমাদের ফাউণ্ডেশন একটি মহৎ প্রকল্প হাতে নিয়েছে। আমরা জাতির শ্রেষ্ঠ এই মানুষদের মধ্যে তুলনামূলক দরিদ্র্যদের নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে চাই। মহান এই খেদমতে শরিক হতে পারেন আপনিও। আপনার অর্থকে সর্বোচ্চ সতর্কতার সাথে নির্দিষ্ট ফান্ডে ব্যয় করতে আমরা বদ্ধপরিকর।