বাংলা ইসলামী গ্রন্থপঞ্জি: পরিচিতি ও বিন্যাস ধরণ
বাংলা ইসলামী গ্রন্থপঞ্জি: পরিচিতি
বাংলা ইসলামী গ্রন্থপঞ্জিতে ২০ হাজারের অধিক বাংলা ইসলামী বইয়ের বিবরণ রয়েছে। প্রত্যেক বইয়ের নাম, লেখক-অনুবাদক-সম্পাদক ও বিষয়বস্তুর আলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই গ্রন্থটি ব্যবহার করতে পারেন-গবেষক, বিশেষ অনুসারী পাঠক, লেখক, অনুবাদক, প্রকাশক ও লাইব্রেরিয়ান সম্প্রদায়। তাঁদের প্রয়োজন ও দৃষ্টিকোণ এক নয়। গবেষক জানতে চাইবেন তাঁর অনুসন্ধানের বিষয়ে কি কি উপাদান বর্তমানে পাওয়া যেতে পারে। কেউবা ইসলামের বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান। লেখকের জানা দরকার তিনি যে বিষয়ে বই লিখতে যাচ্ছেন সে বিষয়ে ইতিপূর্বে কি কি লেখা হয়েছে। অনুবাদকের চাহিদাও তাই। তিনি অবশ্যই চান না যে বইটি আগেই অনূদিত হয়েছে তা তিনি আবার নিজে করবেন। তাতে সময় এবং অর্থের অপচয় হবে।
একটি বই প্রকাশ করার আগে প্রকাশকেরও জানা প্রয়োজন, বাজারে এ ধরনের বই আছে কিনা। আবার অনেক বই আর বাজারে পাওয়া যায়। না। এদের মধ্যে গুরুত্বপূর্ণ বই, বিশেষত যেগুলোর চাহিদা এখনো রয়েছে, এগুলোর পুনর্মুদ্রণ হওয়া প্রয়োজন । তাছাড়া কোন কোন বিষয়ে এখনো পর্যাপ্ত বই পুঁথি পাওয়া যায় না। সেদিকেও কল্যাণকামী প্রকাশকরা মনোযোগ দিয়ে থাকেন না। লাইব্রেরীতে বই নির্বাচনের জন্য চাই নির্ভরযোগ্য তথ্য উৎস। যারা বিভিন্ন পাঠকের জন্য বইপত্র সংগ্রহের দায়িত্বে আছেন তাদের জন্য সৎ সঙ্কলিত বইটি হবে একটি অতি জরুরী হ্যান্ডবুক।
বাংলাদেশের ৮৫ শতাংশ মানুষ মুসলমান। সুতরাং সব ধরনের লাইব্রেরীতে কমবেশি ইসলামী বইয়ের সংগ্রহ থাকবেই। তাছাড়া মসজিদ-মাদ্রাসা লাইব্রেরীগুলোতে মূল সংগ্রহই হবে ইসলামী বইয়ের। অনেক অনুসন্ধিৎসু পাঠক নিজের পরিবারের জন্যও মূল্যবান বই কিনে থাকেন।
বাংলা ইসলামী গ্রন্থপঞ্জি: বিন্যাস ধরণ
সব ধরনের সম্ভাব্য ব্যবহারকারীদের কথা বিবেচনা করেই তথ্যগুলো একাধিক ফিলটার ব্যবহার করে প্রণয়ন করা হয়েছে। ২০ হাজারের অধিক বইকে প্রথমে আক্ষরিকভাবে সাজানো হয়েছে। কেউ যদি একটি বিশেষ বই খোঁজ করেন সহজেই বিষয়ভিত্তিক বিন্যাস, লেখকভিত্তিক, অণুবাদকভিত্তিক বিন্যাসে বইটির সন্ধান পাবেন। মূল তথ্যের কোথায় উক্ত বইয়ের পূর্ণ বিবরণ আছে সার্চ অপশন থেকে সহজেই তার সন্ধান পাবেন।
সকল তথ্য ৩৭ টি মূল ক্যাটাগরি ২০০ শতাধিক ট্যাগ ও সাবক্যটাগরি ব্যবহার করে তৈরী করা হয়েছে। এজন্য একজন লেখক কি কি বই লিখেছেন তা লেখকের উপর ক্লিক করলেই দেখতে পাবেন।
লেখক, অনুবাদক, প্রকাশকদের জানা প্রয়োজন মূল আরবী-ফার্সী, উর্দু, ইংরেজী থেকে কোন্ কোন্ লেখকের কি কি বই বাংলা ভাষায় অনূদিত হয়েছে। এই তথ্য পাওয়া যাবে ‘মূল লেখক’ ও ‘মূল ভাষা’ ফিলটার ব্যবহার করলেই পাবেন।
গবেষক এবং নিষ্ঠাবান পাঠকরা ‘বিষয়’ ধরে পড়াশোনা করে থাকেন। তাদের জন্য রয়েছে ‘বিষয়ভিত্তিক বিন্যাস’।
এই সূচীতে কেবল ইসলামী বিষয় নয়, এতে স্থান পেয়েছে নবী-রসূল, পীর দরবেশ, আলিম-উলামাদের জীবনী, যা অনুরাগী পাঠকদের তৃষ্ণা মেটাতে পারে।
প্রত্যেকটি সূচী অক্ষর (অ-হ) হিসেবে সাজানো হয়েছে। আবার প্রতি অক্ষরকে আ-কার, ই-কার, ঈ-কার, উ-কার, ঊ-কার, ঋ-কার, এ-কার, ঐ-কার, ও-কার, ঔ-কার, ক-ফলা, ব-ফলা, য-ফলা, র-ফলা হিসেবে বিন্যাস করা হয়েছে। যেমন কা, কি, কী, কু, কূ, কৃ, কে, কৈ, কো, কৌ, ক্ক, ক্ক, ক্যা ক্স, (ঞ) ইত্যাদি।