অমরকোট – Umarkot

লেখক: আইপিডিয়া বিশ্বকোষ বিভাগ

বিষয় : ঐতিহাসিক স্থান পরিচিতি

অমরকোট | Umarkot 

অবস্থান

অমরকোট – Umarkot (Urdu: عمركوٹ; Sindhi: عمرڪوٽ; IPA: [ʊmərkoːʈ], পাকিস্তানের থারপরকার জেলার অন্তর্গত 25°21′47″ উ. অক্ষাংশে, ও 69°44′33″ পূর্ব দ্রাঘিমায় অবস্থিত শহর।

অমরকোট প্রতিষ্ঠা

জনশ্রুতি আছে, সম্রাট আলাউদ্দিন খিলজির শাসনকালে (৬৯৪ হি./১২৯৪ খ্রি. = ৭১৬ হি./১৩১৬ খ্রি.) সুমরা রাজপুতদের একটি উপদল ইসলামধর্ম গ্রহণ করার পর শহরটি প্রতিষ্ঠিত হয়। রাজপুতদের সোদা (Soda) গোত্র ৬২৪ হি./১২২৬ খ্রি.  সালের সুমরাদের নিকট থেকে শহরটি অধিকার করে, কিন্তু ৭১৩ হি./১৩৩০ খ্রি.  সালে তাদের দ্বারা সেখান থেকে বিতাড়িত হয়।

 

Umarkot Fort
Umarkot Fort : অমরকোট | Umarkot 

 

অতঃপর ৮৪৩ হি./১৪৩৯ খ্রি.  সালে সোদাগণ আবার সেখানে ক্ষমতায় আসে। যুদ্ধে শের শাহের হাতে পরাজিত হওয়ার পর সম্রাট হুমায়ূন অমরকোটের তদানীন্তন বীরসাল প্রসাদ কিংবা পারসিয়া নামক সামন্ত নৃপতির নিকট আশ্রয় গ্রহণ করেন। ৫ রজব, ৯৪৯ হি./২৩ নভেম্বর, ১৫৪২ খ্রি.  সালে আকবর অমরকোটে জন্মগ্রহণ করেন। ওই সময়ে আবদুর রাহিম খান-ই খানান’ সিন্ধু জয় করলে অমরকোট মোগল সাম্রাজ্যভুক্ত হয়; কিন্তু ১০০৮ হি./১৫৯৯ খ্রি.  সালে অরগুন সামন্ত নৃপতি আবুল কাসিম সুলতান কর্তৃক মোগল সৈন্যাধ্যক্ষ বিতাড়িত হন। ১১৪৯ হি. /১৭৩৬ খ্রি.  সালে সিন্ধুর অধিপতি নুর মুহাম্মাদ কালহোরা সর্বশেষ সোদা শাসককে বিতাড়িত করে শহরটি দখল করেন।

১১৫২ হি. /১৭৩৯ খ্রি.  সালে দিল্লি নগরীর ধ্বংস সাধন করে ইরানে ফিরে যাওয়ার পথে নাদির শাহ নুর মুহাম্মাদকে বশ্যতা স্বীকার করতে বাধ্য করেন। পরবর্তীকালে কালহোরা বংশীয় জনৈক নৃপতি যোধপুর-রাজার নিকট দুর্গটি বিক্রয় করেন। কিন্তু তার নিকট থেকে তালপুর গোত্রের লোকেরা ১২২৮ হি. /১৮১৩ খ্রি.  সালে তা দখল করে। এর পর থেকে আর দুর্গটির সামরিক গুরুত্ব রইল না। ১৮৪৩ খ্রি.  সালে সিন্ধু বিজয়ের সময় থেকে তা ব্রিটিশদের অধিকারে আসে। যে পুরাতন দুর্গে আকবর জন্মগ্রহণ করেন, ১৭৪৬ খ্রি.সালে নুর মুহাম্মাদ তা ভেঙে ফেলেন এবং বর্তমান দুর্গটি তিনিই নির্মাণ করেন। শহরটির উত্তর-পশ্চিমে অর্থ মাইল দূরবর্তী স্থানে ১৮৯৮ খ্রি. সালে আকবরের জন্মস্থান নির্দেশক প্রস্তরখণ্ড স্থাপন করা হয়।

গ্রন্থপঞ্জি

(১) E. H. Aitken এর Gazetteer of The Province of Sindh (1907) খণ্ড : 6 ; পৃষ্ঠা : ৩৪

(২) The Imperial Gazetteer of India, খণ্ড : ২৪, পৃষ্ঠা : ১১৭-১১৮

(৩) গুলবাদান বেগম, হুমায়ুননামা, পৃষ্ঠা : ৫৮

(৪) আবুল ফাদল, আকবরনামা, খণ্ড : ১, পৃষ্ঠা : ১৮২

(৫) তারিখ-ই মাসুমি, পৃষ্ঠা : ১৭৭

(৬) জাওহার আফতাবচি, তাযকিরাতুল ওয়াকিআত, উর্দু অনুবাদ মুঈনুল হক, ১৯৫৫ খ্রি., পৃষ্ঠা : ৭৪-৭৫

(৭) William Erskine, History of India under Baber and Humayun, খণ্ড : ১, পৃষ্ঠা : ২৫০

(৮) আলি শের কানি, তুহফাতুল কিরাম, খণ্ড ৩ , পৃষ্ঠা : ৩৬, ১০৯

(৯) The Sind Historical Society (SHS) published a journal from May 1934 to January 1948. The articles printed in the Journal of Sind Historical Society (JSHS)

(১০) Frederic John Goldsmid-এর An Historical Memoir on Shikarpoor, Prior and Subsequent to Its Cession to the Ameers of Sind: And, A Memoir on the Syuds of Roree and Bukkur; Publisher Government, at the Bombay Education Society’s Press, (1855 খ্রি.) পৃষ্ঠা : ১৭-১৮

(১১) Sorley, H. T. (Herbert Tower)-এর Shah Abdul Latif of Bhit: His Poetry, Life and Times A Study of Literary, Social and Economic Conditions in Eighteenth Century Sind; Jan 1, (1966 খ্রি.), পৃষ্ঠা : ৩০

(১২) তারিখ রিগিস্তান (সিদ্ধী ভাষায়), করাচি ১৯৫৬ খ্রি., পৃষ্ঠা : ৬৯৭

(১৩) Vincent Arthur Smith -এর Akbar the Great Mogul, 1542-1605 খ্রি.; Publisher : Clarendon Press, Oxford, 1917; Publication date  : January 1, (1917 খ্রি.), পৃষ্ঠা : ১৩

(১৪) Annals and Antiquities of Rajasthan; or the Central and Western Rajput States…, April 1, (1998 খ্রি.); by James Tod & William Crooke (Author), James Tod (Author), William Crooke (Editor), Publisher ‏ : ‎ Motilal Banarsidass; 2nd edition (April 1, 1998); খণ্ড : ২, পৃষ্ঠা : ২৫৩

(১৫) David Seton এর History of the Caloras, 1808 খ্রি.

শেয়ার করুন

সূচীপত্র

error: Content is protected !!