ইসলামের ইতিহাস সংক্রান্ত বই

লেখক: আহমাদ রিফআত

বিষয়: ইসলামের ইতিহাস, তারাজিম, জীবনী, রেফারেন্স বুকস

ইসলামের ইতিহাস সংক্রান্ত বই

ইতিহাস হল মানব জাতির অতীত জীবনের ইতিবৃত্ত ও আলেখ্য ইতিহাস থেকেই মানুষ সমস্ত বিষয়ে নির্ভুল ও বিশুদ্ধ জ্ঞান লাভ করতে সক্ষম হয়। ইতিহাস বিদ্যার উচ্চতর মর্যাদা সর্বজনস্বীকৃত। ইতিহাস অধ্যয়ন মানুষকে উত্তম চরিত্র গঠন ও সংকার্যাবলী অবলম্বনের অনুপ্রেরণা দেয়। খারাপ ও ক্ষতিকর কার্যাবলী থেকে মানুষকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে । এ কারণে ইসলামী সমাজ শুরু থেকেই ইতিহাস সংরক্ষণের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছে এবং ইতিহাসকে বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য, সন্দেহমুক্ত এবং সর্বোতভাবে নির্ভুল করার জন্য বিশেষভাবে যত্নশীল হয়েছে। ইতিহাস দর্শনের মূল কথা হলো, মানব জাতিকে নির্ভুল ও সত্য ঘটনা ও ইতিবৃত্ত উপহার দেয়া। নির্ভুল ও সত্য ইতিহাস রচিত হয় তথ্য সূত্রের মাধ্যমে । এ কারণে সনদভিত্তিক সংবাদ প্রক্রিয়াকে মুসলমানগণ দ্বীন ও শরীআতের কারণে সর্বপ্রথম হাদীসের জন্য ব্যবহার করেন এবং ইতিহাস রচনার ক্ষেত্রে ‘আসমাউর রিজাল’ তথা বর্ণনাকারীদেরও নির্ভরযোগ্য জীবনালেখ্য রচনা করেন।

 

ইসলামের ইতিহাস সংক্রান্ত বই
ইসলামের ইতিহাস সংক্রান্ত বই

 

ইসলামের ইতিহাস সংক্রান্ত বই-এর আলোচনায় ইসলামের ইতিহাস সংক্রান্ত প্রাচিনগ্রন্থসমূহ আলোচনা করবো। ইসলামের ইতিহাস সংক্রান্ত বই-এর নাম, লেখকের নাম, মুহাক্কিকের নাম এবং কারা গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে তাদের বিবরণ তুলে ধরবো।

  1. আল-বিদায়া ওয়ান-নিহায়া: লেখক: ইসমাইল ইবনে কাসীর (৭০১ ৭৭৪ হি.), তাহকিক: আবদুল্লাহ বিন আবদুল মুহসিন তুরকি; গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, হিজর, ১ম মুদ্রণ: ১৯৯৮ ঈ. = ১৪১৯ হি.)
  2. মুজামুল বুলদান: লেখক: ইয়াকুত হামাবী (১১৯৭ হি. – ১২২৯ হি.), শিহাবুদদীন আবু আবদুল্লাহ (৬২৬ হি.); গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, দারুল কুতুবিল ইলমিয়া, বৈরুত, লেবানন
  3. আততারীখুল কাবীর: লেখক: মুহাম্মাদ ইবনে ইসমাঈল আলবুখারী (২৫৬ হি.), গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, আন নাসিরুল মুতামায়্যিয, রিয়াদ (১৪৪০ হি. = ২০১৯ ঈ.)
  4. তারিখুল ইসলাম: লেখক: শামসুদ্দিন আবু আবদুল্লাহ বিন আহমাদ, আযযাহাবী (৭৪৮ হি.), তাহকিক: ড. বাশশার আওয়াদ মারুফ, গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, দারুল গরব আল-ইসলামী, প্রথম মুদ্রণ ২০০৩ হি.
  5. আলকামেল ফিত তারিখ: লেখক: আবুল হাসান আলি ইবনে আবিল কারাম মুহাম্মাদ বিন মুহাম্মাদ, ইযযুদ্দিন ইবনুল আসির (৬৩০ হি.), গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, দারুল কুতুবিল ইলমিয়া, বৈরুত, ১৪১৫ হি.
  6. খিতাতুত শাম : লেখক: মুহাম্মাদ বিন আবদুর রাজ্জাক বিন মুহাম্মাদ (১৩৭২ হি.), গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, আলমাকতাবাতুন নুরী, দিমাশক, দ্বিতীয় মুদ্রণ ১৪০৩ হি. = ১৯৮৩ ঈ.
  7. তারিখুল খুলাফা: লেখক: ইমাম সুয়ূতী রাহ., গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, ওয়াযারাতুল আওকাফ, কাতার; দ্বীতিয় মুদ্রণ: ২০১৩ ঈ. = ১৪৩৪ হি.
  8. শারহু মাওয়াহিবিল লাদুনিয়া: লেখক: মুহাম্মাদ জুরকানি (১১২২ হিজরি) গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, দারুল কুতুবিল ইলমিয়া, বৈরুত, লেবানন।
  9. তারিখে তাবারি (তারিখুল রসুল ওয়াল মুলুক), আবু জাফর মুহাম্মদ ইবনে জারির তাবারি (৩১০ হি.), গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, ক. দারুত তুরাস, দ্বিতীয় সংস্করণ, 1387 হিজরি খ. দারুল কুতুবিল ইলমিয়া, বৈরুত, প্রথম সংস্করণ, 1407 হিজরি
  10. ফুতুহুল বুলদান : লেখক: আল্লামা আহমাদ ইবনে ইয়াহইয়া বালাজুরি (২৭৯ হিজরি); গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, মুআসসাসাতুল মাআরিফ, বৈরুত, (১৭৮৭ খ্রিষ্টাব্দ-১৪০৭ হিজরি)।
  11. তারিখে বাগদাদ : লেখক: খতিব বাগদাদি, আবু বকর আহমাদ ইবনে আলি (৪৬৩ হিজরি); গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, ক. মাকতাবাতুল খানজি, কায়রো এর ফটোকপি সংস্কারণ, দারুল ফিকর, বৈরুত (২০০৪ খ্রিষ্টাব্দ-১৪২৪ হিজরি)। খ. দারুল গরব আল-ইসলামিয়া, বৈরুত, (২০২০ খ্রিষ্টাব্দ-১৪২২ হিজরি)।
  12. আল-মাআরিফ : লেখক: ইবনে কুতাইবা (২৭৬ হিজরি), গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, আল-হাইআতুল মিসরিয়্যাহ, (আলামুল কুতুব অনুলিপি সংস্করণ), মিসর (১৯৯২ খ্রিষ্টাব্দ)।
  13. সিয়ারু আলামিন নুবালা: লেখক: শামসুদ্দীন যাহাবী, মুহাম্মাদ ইবনে আহমাদ (৭৪৮ হি.); গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, মুআসসাসাতুর রিসালা, তাহকিক: শুআইব আরনাউত, তৃতীয় মুদ্রণ ১৪০৫ হি. = ১৯৮৫ ঈ.
  14. আলমিলাল ওয়ান নিহাল: লেখক: আবুল ফাতহ মুহাম্মাদ ইবনু আবদুল কারীম ইবনু আবি বাকর আহমাদ আশশাহরীসতানী (৫৪৮ হি.), গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, দারুল মারেফা, বৈরুত, ১৪০৪ হি.
  15. তাহযিবুল কামাল: লেখক: ইউসুফ বিন আবদুর রহমান বিন ইউসুফ , জামালুদ্দিন মিযযী (৭৪২ হি.) তাহকিক: বাশশার আওয়াদ মারুফ, গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, মুআসসাসাতুর রিসালা, বৈরুত, লেবানন, প্রথম মুদ্রণ ১৪০০ হি. = ১৯৮০ ঈ.।
  16. তাহযীবুল আসমা ওয়াল লুগাত: লেখক: ইমাম নববী, ইয়াহইয়া ইবনে শারফ (৬৭৬ হি.); গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, ক. দারুন নাফায়েস, (১ম সংস্করণ, ২০০৫ ঈ. = ১৪২৫ হি.) খ. দারুল কুতুবিল ইলমিয়া, বৈরুত, লেবানন
  17. আল-আনসাব : লেখক: আস-সামআনি, আবু সাদ আবদুল করিম ইবনে মুহাম্মাদ ইবনে মানসুর আত-তামিমি আস-সামআনি (৫৬২ হিজরি); গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, ক. দারুল জিনান, (১ম মুদ্রণ : ১৯৮৮ খ্রিষ্টাব্দ-১৪০৮ হিজরি);  খ. দায়েরাতুল মাআরিফ উসমানিয়া, হায়দারাবাদ, দাক্ষিণাত্য, হিন্দুস্তান।
  18. আল ইলাম বিমান ফিল হিন্দি মিনাল আলাম: লেখক: আল্লামা আবদুল হাই (১৩৪১ হি.); গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, দারুল ইরফান দায়েরাতু শায়খ আলামুল্লাহ, হিন্দুস্তান (১৯৯১ ঈ. = ১৪১২ হি.)
  19. আত-তারিখুল কাবির : লেখক: ইমাম বুখারি (২৫৬ হিজরি); গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, ক. দায়েরাতুল মাআরিফ উসমানিয়া, হায়দারাবাদ, দাক্ষিণাত্য, হিন্দুস্তান। খ. আন নাসিরুল মুতামায়্যিজ, রিয়াদ (১৪৪০ হিজরি-২০১৯ খ্রিষ্টাব্দ)।
  20. আল-জারহু ওয়াত তাদিল : লেখক: ইবনে আবু হাতেম, আবদুর রহমান ইবনে আবু হাতেম (৩২৭ হিজরি); গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, দায়েরাতুল মাআরিফ উসমানিয়া, হায়দারাবাদ, দাক্ষিণাত্য, হিন্দুস্তান।
  21. মিজানুল ইতিদাল : লেখক: শামসুদ্দিন জাহাবি, মুহাম্মাদ ইবনে আহমাদ (৭৬৪ হিজরি); গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, ক. মুআসসাসাতুর রিসালা, (২০০৯ খ্রিষ্টাব্দ-১৪৩০ হিজরি)। খ. দারুল মারেফা, বৈরুত, (১৯৯৬ খ্রিষ্টাব্দ-১৩৮২ হিজরি)।
  22. লিসানুল মিজান : লেখক: ইবনে হাজার আসকালানি (৭৭৩ হিজরি-৮৫২ হিজরি); গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, মাকতাবাতুল মাতবুআতিল ইসলামিয়া, হালব, ১৪২৩ হিজরি-২০০২ খ্রিষ্টাব্দ)।
  23. আল-লুবাব ফি তাহজিবিল আনসাব : লেখক: ইবনুল আসির, ইজজুদ্দিন ইবনুল আসির আল-জাজারি (৬৩০ হিজরি); গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, ক. দারুল ফিকর, বৈরুত, (১৪২৩ হিজরি-২০০২ খ্রিষ্টাব্দ)। খ. দারু সাদের, বৈরুত।
  24. আল-মুনতাযাম: লেখক: ইবনুল জাওজি, আবদুর রহমান ইবনে আলি (৫৯৭ হিজরি); গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, দারুল কুতুবিল ইলমিয়া (১৯৯২ খ্রিষ্টাব্দ-১৪১২ হিজরি)।
  25. তাকরিবুত তাহজিব : লেখক: হাফেজ ইবনে হাজার, (৭৭৩ হিজরি-৮৫২ হিজরি); গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, ক. মুআসসাসাতুর রিসালা (১ম মুদ্রণ, ২০১৩ খ্রিষ্টাব্দ-১৪৩৪ হিজরি)। খ. দায়েরাতুল মাআরিফ উসমানিয়া, হায়দারাবাদ, দাক্ষিণাত্য, হিন্দুস্তান (১ম সংস্করণ ১৩২৫ হি.)
  26. আল-কুনা ওয়াল আসমা : লেখক: দাওলাবি, আবু বিশর মুহাম্মাদ, (২২৪ হিজরি-৩১০ হিজরি); গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, ক. দায়েরাতুল মাআরিফ উসমানিয়া, হায়দারাবাদ, দাক্ষিণাত্য, হিন্দুস্তান (১ম মুদ্রণ : ১৩২২ হিজরি), খ. দারুল কুতুবিল ইলমিয়া, বৈরুত, (২য় মুদ্রণ : ১৯৮৩ খ্রিষ্টাব্দ-১৪০৩ হিজরি)।

আরো পড়ুন: তারাজিম বা জীবনী সংক্রান্ত গ্রন্থসমূহ
আরো পড়ুন: হাদিসের প্রসিদ্ধ গ্রন্থের তালিকা
আরো পড়ুন: হানাফী মাযহাবের ফিকহ, ফতওয়া, উসূলে ফিকহের গ্রন্থসমূহ

 

Read more:

error: Content is protected !!