তারাজিম বা জীবনী সংক্রান্ত গ্রন্থসমূহ

লেখক: আহমাদ রিফআত

বিষয়: তারাজিম বা জীবনীর গ্রন্থসমূহ

তারাজিম বা জীবনী সংক্রান্ত গ্রন্থসমূহ

তারাজিম বা জীবনী সংক্রান্ত গ্রন্থসমূহ

ইসলামী শরীআতের দ্বিতীয় উৎস হাদীস। জ্ঞানের উৎস হিসেবে পবিত্র কুরআন মজীদের পরেই হাদীসের স্থান। প্রকৃতপক্ষে হাদীস হলো কুরআন মজীদের ব্যাখ্যা স্বরূপ। পবিত্র কুরআন ইসলামী জীবন বিধানের মৌলিক নীতি পেশ করেছে। আর হাদীস বা সুন্নাহ্ সে সব মৌলনীতির বিস্তারিত বিশ্লেষণ ও মূলনীতি বাস্তবায়নের কার্যকর পন্থা পেশ করেছে।

হাদীস সংরক্ষণ ও সংকলনের সুদীর্ঘ ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, হাদীসের উৎপত্তিকাল হতে গ্রন্থাকারে সংকলিত হওয়া পর্যন্ত প্রত্যেকটি স্তরে এর সংরক্ষণের জন্য সকল প্রকার নির্ভরযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু এতদসত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বিরাট হাদীস সম্ভারের সঙ্গে কিছু জাল হাদীস মিশে গেছে। অবশ্য মুহাদ্দিসগণ এই জাল হাদীসসমূহকে পৃথকভাবে গ্রন্থাবদ্ধ করে হাদীসের বিশুদ্ধতা রক্ষা করেছেন।
মুহাদ্দিসগণ হাদীস বর্ণনার সঙ্গে সঙ্গে যুগপৎভাবে রাবীগণের সার্বিক অবস্থা তথা বংশ পরিচয়, জন্মস্থান, জন্মের সন-তারিখ, তাঁর নৈতিক ও মানসিক অবস্থা, তিনি কার কার নিকট থেকে হাদীস শ্রবণ করেছেন, তাঁর নিকট থেকে কারা কারা হাদীস শ্রবণ করেছেন ইত্যাদি বিষয়গুলো অতি সূক্ষ্মভাবে অনুসন্ধান করে পুঙ্খানুপুঙ্খরূপে গ্রন্থাকারে লিপিবদ্ধ করে গেছেন। এ গ্রন্থই ‘রিজাল শাস্ত্র’ বা ‘আসমাউর রিজাল’ নামে পরিচিত।

বিজ্ঞাপন

 

তারাজিম বা জীবনী সংক্রান্ত গ্রন্থসমূহ
তারাজিম বা জীবনী সংক্রান্ত গ্রন্থসমূহ

তারাজিম, জীবনী বা আসমাউর রিজাল-সংক্রান্ত এ পর্যন্ত অসংখ্য গ্রন্থ রচিত হয়েছে। যদি আসমাউর রিজাল বিষয়ের বইগুলো যদি একত্রে কোথাও রাখা হয় -তাহলে তা সংকুলানে বিশাল আয়তনে একটি বড় লাইব্রেরির প্রয়োজন হবে। এ সম্পর্কিত উল্লেখযোগ্য প্রসিদ্ধ কিছু গ্রন্থের নাম নিম্নে প্রদত্ত হলো। তারাজিম বা জীবনী সংক্রান্ত গ্রন্থসমূহ তালিকায় আমরা তারাজিম বা জীবনী সংক্রান্ত সর্বাধিক প্রচলিত কিছু বইয়ের পরিচয় তুলে ধরা হলো। সাথে সাথে সেগুলোর লেখক, লেখকের মৃত্যু সন, মুহাক্কিকের পরিচয় এবং বর্তমানে কারা গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে তার বিবরণ তুলে ধরবো।

আরো পড়ুন: ইসলামের ইতিহাস সংক্রান্ত বই

 

তারাজিম বা জীবনী সংক্রান্ত গ্রন্থসমূহ-এর তালিকা

  1. আখবারুল কুযাত: ইবনে হায়্যান, লেখক: মুহাম্মাদ ইবনে খালাফ, ওয়াকী নামে প্রসিদ্ধ, (৩০৬ হি.); গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, আলামুল কুতুব, বৈরুত, লেবানন, কায়রো, ১৩৬৬ হি.
  2. আখবারুত তিওয়াল, লেখক: আবু হানিফা দিনাওয়ারী রাহ. (২৮২ হি.), গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে,দারুল কুতুবিল আরবী,মিসর।
  3. আত-তাবাকাতুল কুবরা (তাবাকাতে ইবনে সাদ), লেখক: আবু আবদুল্লাহ মুহাম্মাদ বিন সাদ বিন মানিয়া আল-হাশেমী, আল-বসরি, আল-বাগদাদী, ইবনে সাদ নামে পরিচিত (মৃত: ২৩০ হিজরি), তাহকিক: মুহাম্মাদ আব্দুল কাদের আতা, গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, দারুল কুতুবিল ইলমিয়া, বৈরুত, প্রথম সংস্করণ, ১৪১০ হিজরি – ১৯৯০ খ্রিস্টাব্দ
  4. আলআলাম: লেখক: খাইরুদ্দিন যিরিকলি; গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে,দারুল ইলম (১২ তম মুদ্রণ: ১৯৯৭ ঈ.)
  5. আল ইসাবা ফি তাময়িযিস সাহাবা- লেখক: হাফেজ ইবনে হাজার আসকালানী রাহ., গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে,দারুল কুতুবিল ইলমিয়্যা।
  6. ১ ম মুদ্রণ, ১৯৯৪ খ্রিষ্টাব্দ-১৪১৫ হিজরি.
  7. ওফায়াতুল আয়্যান ওয়া আনবাউ আবনায়িয যামান, লেখক: আবুল আব্বাস শামসুদ্দীন আহমাদ ইবনু মুহাম্মাদ ইবনু আবু বাকর ইবনু খাল্লিকান (৬৮১ হি.) : গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, ক. তাহকিক: ইহসান আব্বাস, দারু সাদের, বৈরুত খ. দারুল কুতুবিল ইলমিয়া, বৈরুত, লেবানন (১ ম মুদ্রণ, ১৯৯৮ খ্রিষ্টাব্দ-১৪১৯ হিজরি)।
  8. আসসিকাত : লেখক: আবু হাতেম মুহাম্মাদ ইবনু হিব্বান আলবাসতী, গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, দায়েরাতুল মাআরেফ আলউসমানীয়া, হিন্দুস্তান।
  9. মুজামুল উদাবা: লেখক: ইয়াকুত হামাবী (১১৯৭ হি. – ১২২৯ হি.); গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, দারু ইয়াহইয়ায়িত তুরাস, বৈরুত (৯৮৮ ঈ. = ১৪০৮ হি.)
  10. মুরুজুয যাহাব ওয়া মাআদিনুল যাওহার: লেখক: আবুল হাসান আলী ইবনে হুসাইন ইবনে আলী আলমাসউদী (৩৪৬ হি.), তাহকিক: আসআদ দাগের, গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, দারুল হিজরাহ, ১৪০৯ হি.
  11. আত তাম্বীহু ওয়াল ইশরাফ, লেখক: আবুল হাসান আলী ইবনে হুসাইন ইবনে আলী আলমাসউদী (৩৪৬ হি.), গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে,দারুস সাবী, মিসর।
  12. হিলইয়াতুল আওলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া: লেখক: আবু নুআইম আবদুল্লাহ ইবনে আহমাদ আলআসপাহানী (৪৩০ হিঃ), গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে,মাতবাআতুস সাআদা, কায়রো, ১৩৯৪ হি.
  13. মিরআতুল জিনান ওয়া ইবরাতুল ইয়াকযান ফি মারিফাতি মা ইউতাবারু মিন হাওয়াদিসিয যামান : লেখক: আবু মুহাম্মাদ আফিফুদ্দীন আবদুল্লাহ ইবনু আসআদ ইবনু আলী ইবনু সুলাইমান আলইয়াফী (৭৬৮ হি.), গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে,দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত, লেবানন, প্রথম মুদ্রণ: ১৪১৭ হি. = ১৯৯৭ ঈ.
  14. তাযকিরাতুল হুফফায‎ : লেখক: শামসুদ্দীন যাহাবী, মুহাম্মাদ ইবনে আহমাদ (৭৪৮ হি.), গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে,দারু ইহইয়ায়িত তুরাস আলআরাবি, প্রথম মুদ্রণ।
  15. আততারিখুল আওসাত (আততারিখুস সাগির) : লেখক: মুহাম্মাদ ইবনে ইসমাঈল আলবুখারী (২৫৬ হি.), গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে,মাকতাবাতুর রুশদ রিয়াদ, ১৪২৬ হি. = ২০১৫ ঈ.
  16. শাজারাতুজ যাহাব ফি আখবারি মান যাহাব : লেখক: আবদুল হাই বিন আহমাদ বিন মুহাম্মাদ আলহানবলি (১০৮৯ হি.);
  17. ক. তাহকিক: মাহমুদ আরনাউত, লেখক: আবদুল কাদের আরনাউত; গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, দারু ইবনে কাসির, প্রথম মুদ্রণ ১৪০৬ হি. = ১৯৮৬ ঈ. খ. দারু ইবনে সাদের, গ. দারু ইহইয়ায়িত তুরাস আলআরবী।
  18. ইলামুল মুওয়াক্কিয়ীন আন রাব্বিল আলামিন, লেখক: আবু আবদুল্লাহ মুহাম্মাদ বিন আবু বকর ইবনুল জাওযিয়্যাহ (৭৫১ হি.), গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, দারু ইবনে যাওযী, আলমাকতাবাতুল আরাবিয়া, প্রথম মুদ্রণ : ১৪২৩ হি
  19. যাদুল মাআদ, লেখক: আবু আবদুল্লাহ মুহাম্মাদ বিন আবু বকর ইবনুল জাওযিয়্যাহ (৭৫১ হি.), গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, মুআসসাসাতুর রিসালা (১৪তম মুদ্রণ : ১৯৮৬ খ্রিষ্টাব্দ-১৪০৭ হিজরি)।
  20. তারিখু ইবনু আসাকির (তারিখে দিমাশক) : লেখক: আবুল কাসেম আলী ইবনুল হাসান ইবনু হিবাতুল্লাহ, ইবনু আসাকির নামে পরিচিত (৫৭১ হি.), তাহকিক: : আমর ইবনুল গারামাহ আলআমরী, গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, দারুল ফিকর, ১৪১৫ হি. = ১৯৯৫ ঈ.
  21. নুজহাতুল খাওয়াতির (আল-ইলাম বিমান ফিল হিন্দ মিনাল আলাম) : লেখক: আবদুল হাই বিন ফাখরুদ্দিন (১৩৪১ হি.), গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, দারু ইবনে হাযম, বৈরুত, লেবানন, ১৪২০ হি. = ১৯৯৯ ঈ.।
  22. আল-ইবার ফি খাবারি মান গাবার : লেখক: শামসুদ্দিন জাহাবি (৭৪৮ হিজরি); তাহকিক: : ড. সালেহ উদ্দিন, গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, কুয়েত (১৯৬০ খ্রিষ্টাব্দ)
  23. আল-ইস্তিআব ফি মারিফাতিল আসহাব : লেখক: ইমাম ইবনে আবদুল বার, আবু উমর ইউসুফ ইবনে আবদুল্লাহ (৪৬৩ হিজরি); গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, দারুল জিদ, বৈরুত, লেবানন (১ম সংস্করণ, ১৪১২ হিজরি-১৯৯২ খ্রিষ্টাব্দ)।
  24. হুসনুল মুহাদারা ফি তারিখি মিসর ওয়াল কাহেরা : লেখক: সুয়ুতি, হাফেজ জালালুদ্দিন (৯১১ হিজরি); গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, আল-মাকতাবাতুল আসারিয়্যাহ, বৈরুত (১ম সংস্করণ, ১৪২৫ হিজরি-২০০৪ খ্রিষ্টাব্দ)।
  25. উসদুল গাবা ফি মারিফাতিস সাহাবা: লেখক: ইবনুল আসির, ইজজুদ্দিন (৬৩০ হিজরি); গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, দারুল মারিফাহ, বৈরুত, লেবানন।
  26. সিফাতুস সাফওয়া : লেখক: ইবনে জাওজি, জামালুদ্দিন আবুল ফারজ আবদুর রহমান ইবনে আলি ইবনুল জাওজি (৫৯৭ হিজরি); গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, দারুল ফিকর, বৈরুত (১৯৯২ খ্রিষ্টাব্দ- ১৪১২ হিজরি)।
  27. তাজহিবু তাহজিবিল কামাল : লেখক: শামসুদ্দিন জাহাবি, মুহাম্মাদ ইবনে আহমাদ (৭৪৮ হিজরি); গ্রন্থটির উন্নত সংস্করণ প্রকাশ করেছে, আল-ফারুক আলহাদসিয়্যা, মিসর (২০০৩-২০০৪ হিজরি)।

আরো পড়ুন: হাদিসের প্রসিদ্ধ গ্রন্থের তালিকা
আরো পড়ুন: হানাফী মাযহাবের ফিকহ, ফতওয়া, উসূলে ফিকহের গ্রন্থসমূহ

Read more:

error: Content is protected !!