হাদিসের প্রসিদ্ধ গ্রন্থের তালিকা

লেখক: আহমাদ রিফআত

বিষয়: হাদিসের প্রসিদ্ধ গ্রন্থের তালিকা, কুতুব আল-সিত্তাহ

হাদিসের প্রসিদ্ধ গ্রন্থের তালিকা

হাদিসের প্রসিদ্ধ গ্রন্থের তালিকা

হাদীসের মোট ৬ টি গ্রন্থ প্রসিদ্ধ। এগুলোকে কুতুব আল-সিত্তাহ বা হাদীসের ছয়টি প্রামাণ্য বই। প্রসিদ্ধ হাদিস গ্রন্থের তালিকায় এই ছয়টি ছাড়াও আরো অনেক গ্রন্থ রয়েছে। এগুলোর কোনটি সহিহ , কোনটি জামে, কোনটি আল-মুসনাদ আবার কোনটি মুসান্নাফ নামে পরিচিত। মুসতাদরাক শিরোনামেও বহু গ্রন্থ সংকলিত হয়েছে। প্রতিটি শিরোনামে একাধিক হাদীস গ্রন্থ বিদ্যমান রয়েছে। নিচে হাদীসের প্রসিদ্ধ ছয়টি প্রামাণ্য গ্রন্থের সাথে সাথে অধিকর পরিচিত বিভিন্ন হাদীস গ্রন্থের নাম, লেখক, মুহাক্কিক এবং প্রকাশনা সংস্থার সাধারণ পরিচয় তুলে ধরা হলো। প্রসিদ্ধ হাদিস গ্রন্থের তালিকা-য় তালিকায় উল্লেখিত কোন গ্রন্থ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন, আমাদের ওয়েব সাইটের ‘রেফারেন্স বুকস’–ক্যাটাগরি। নিচে হাদিসের প্রসিদ্ধ গ্রন্থের তালিকা তুলে ধরা হলো।

আমরা প্রথম কুতুব আল-সিত্তাহ নিয়ে আলোচনা করবো, তারপর কুতুব আল-সিত্তাহ ব্যতীত অন্যান্য কিতাব আলোচনা করবো। সবশেষে জাল হাদীস বিষয়ক কিতাব ও তার সামান্য পরিচিতি তুলে ধরবো।

হাদিসের প্রসিদ্ধ গ্রন্থের তালিকা
চিত্র: হাদিসের প্রসিদ্ধ গ্রন্থের তালিকা

 

কুতুব আল-সিত্তাহ বা হাদীসের ছয়টি প্রামাণ্য বই

১. সহিহ বুখারী, আল জামিউস সহীহ,  মুহাম্মাদ বিন ইসমাইল বিন ইবরাহিম বিন আল-মুগিরা আল-বুখারী, আবু আবদুল্লাহ (মৃ. ২৫৬ হি.), তাহকিক, ফুআদ আবদুল বাকী, বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, দারুস সালাম, রিয়াদ, প্রথম মুদ্রণ, ১৪১৯ হি.

২. সহিহ মুসলিম, আল মুসনাদুস সহীহ,  মুসলিম বিন আল-হাজ্জাজ আবুল হাসান আন-নিশাপুরী (মৃ. ২৬১ হি.), তাহকিক, ফুআদ আবদুল বাকী, বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, দারু ইহইয়ায়িত তুরাস আল-আরাবী, বৈরুত।

৩. সুনানে তিরমিজি, আল জামিউল কাবীর,  মুহাম্মাদ বিন ইসা আত-তিরমিযী ( মৃ. ২৭৯/২০৯ হি.), তাহকিক, শুআইব আল-আরনাউত ও আবদুল লাতিফ, বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, আররিসালা আলআলামিয়া, বৈরুত, ১৪৩০ হি. = ২০০৯ খ্রি.

৪. সুনানে আবু দাউদ, কিতাবুস সুনান – আবু দাউদ সুলাইমান বিন আল-আশআস বিন ইসহাক আস-সিজিস্তানি (মৃ. ২৭৫ হি.), তাহকিক, শুআইব আল-আরনাউত, বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, দারুর রিসালা আলআলামিয়া, প্রথম মুদ্রণ, ১৪৩০ হি. = ২০০৯ খ্রি.

৫. সুনানে নাসায়ী, কিতাবুস সুনান (আলমুজতাবা মিনাস সুনান/ আস-সুনানুস সুগরা লিন নাসায়ী),  আবু আবদুর রহমান আহমাদ বিন শুআইব বিন আলি আলখুরাসানী আননাসায়ী (মৃ. ৩০৩ হি.), তাহকিক, আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ, বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, মাকতাবাতুল মাতবুআতিল ইসলামিয়া, হালব, দ্বিতীয় মুদ্রণ, ১৪০৬ হি. = ১৯৮৬ খ্রি.

৬. সুনানে ইবনে মাজাহ, (কিতাবুস সুনান/জামেউস সুনান) ইবনে মাজাহ রহ., আবু আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইয়াযিদ আলকাযবিনি (মৃ. ২৭৩ হি.), বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, মুআসসাসাতুর রিসালা নাশিরুন, বৈরুত, ১৪৩০ হি. = ২০০৯ খ্রি.

আরো পড়ুন: ইসলামের ইতিহাস সংক্রান্ত বই

এবার আমরা হাদিসের প্রসিদ্ধ গ্রন্থের তালিকা থেকে কুতুব আল-সিত্তাহ ব্যতীত অন্যান্য কিতাব আলোচনা করবো।

কুতুব আস-সিত্তাহ ব্যতীত

৭. মুআত্তা মালেক, আল মুওয়াত্তা,  মালিক বিন আনাস বিন মালেক বিন আমের আল-আসবাহী আল-মাদানী (মৃ. ১৭৯ হি.), তাহকিক, ফুআদ আবদুল বাকী, বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, দারু ইহইয়ায়িত তুরাস আল-আরাবাী, বৈরুত, লেবানন, ১৪০৬ হি. = ১৯৮৫ খ্রি.

৮. শামায়েলে তিরমিজি, আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ,  মুহাম্মাদ বিন ইসা আত-তিরমিযী ( মৃ. ২৭৯/২০৯ হি.), তাহকিক, সাঈদ বিন আলি বিন আব্বাস, বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, আলমাকতাবাতুত তিজারিয়্যাহ, মাক্কাতুল মুকাররমা, প্রথম মুদ্রণ, ১৪১৩ হি. = ১৯৯৩ খ্রি.

৯. আল-আদাবুল মুফরাদ,   মুহাম্মাদ বিন ইসমাইল বিন ইবরাহিম বিন আল-মুগিরা আল-বুখারী, আবু আবদুল্লাহ (মৃ. ২৫৬ হি.), তাহকিক, ফুআদ আবদুল বাকি, বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, দারুল বাশায়িরিল ইসলামিয়া, বৈরুত, তৃতীয় মুদ্রণ, ১৪০৯ হি. =১৯৮৯ খ্রি.

১০. মিশকাতুল মাসাবীহ, মুহাম্মাদ বিন আবদুল্লাহ আলখাতিব আলউমারি, আবু আবদুল্লাহ ওয়ালিউদ্দিন, আত-তিবরিযি (মৃ. ৭৪১ হি.), বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, আলমাকতাবুল ইসলামি, বৈরুত, দ্বিতীয় মুদ্রণ, ১৯৮৫ খ্রি.

১১. মুসান্নাফে ইবনে আবি শায়বা, আল-মুসান্নাফ, আবু বকর বিন আবি শায়বা, আবদুল্লাহ বিন মুহাম্মাদ বিন ইবরাহিম বিন উসমান (মৃ. ২৩৫ হি.), বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, দারুল কিবলাহ, তাহকিক, মুহাম্মাদ আওয়ামা

১২. মুসনাদে আহমাদ, মুসনাদুল ইমাম আহমাদ বিন হামবল, আবু আবদুল্লাহ আহমাদ বিন মুহাম্মাদ বিন হামবল বিন হিলাল বিন আসাদ আশ-শায়বানী, (মৃ. ২৪১ হি.), তাহকিক, শুআইব আল-আরাউত, আদেল মুরশিদ ও অন্যান্য উলামা কেরাম, তত্বাবধায়ক, ড. আবদুল্লাহ বিন আবদুল মুহসিন আত-তুরকি, বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, মুআসসাসাতুর রিসালা, প্রথম মুদ্রণ, ১৪২১ হি. = ২০০১ খ্রি.

১৩. সুনানে দারেমী, আসসুনান লিল  দারেমী (আবু মুহাম্মাদ আবদুল্লাহ বিন আবদুর রহমান বিন ফযল আদ-দারেমী রহ., মৃ. ২৫৫ হি.), বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, দারুত তাছিল, ১৪৩৬ হি. = ২০১৫ খ্রি.

১৪. শুআবুল ইমান,  বাইহাকি: আহমাদ বিন হুসাইন বিন আলি আল-খুরাসানী, আবু বকর আল-বাইহাকি (মৃ. ৪৫৮ হি.), তাহকিক, আদদাকতুর আবদুল আলী আবদুল হামীদ হামেদ, বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, মাকতাবাতুর রুশদ, প্রথম মুদ্রণ, ১৪২৩ হি. = ২০০৩ খ্রি.

১৫. আস-সুনানুল কুবরা,  আসসুনান, আবু আবদুর রহমান আহমাদ বিন শুআইব বিন আলি আলখুরাসানী আননাসায়ী (মৃ. ৩০৩ হি.), বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, দারুত তাছিল, কায়রো, প্রথম মুদ্রণ, ১৪৩৩ হি. = ২১১২ খ্রি.

১৬. আস-সুনানুল কাবির, ইমাম বাইহাকি, আহমাদ বিন হুসাইন বিন আলি আল-খুরাসানী, আবু বকর আল-বাইহাকি (মৃ. ৪৫৮ হি.),  তাহকিক. ড. আবদুল্লাহ বিন আবদুল মুহসিন আত-তুরকি, বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, মারকাযুল হিজর, প্রথম মুদ্রণ, ১৪৩২ হি. = ২০১১ খ্রি.

১৭. শারহুস সু্ন্নাহ,  মুহিউসুন্নাহ, আবু মুহাম্মাদ আলহুসাইন বিন মাসউদ বিন মুহাম্মাদ বিন আলফাররা আলবাগাবী (মৃ. ৫১৬ হি.), তাহকিক, শুআইব আল-আরনাউত ও মুহাম্মাদ যুহাইর, বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, আলমাকতাবুল ইসলামি, দিমাশক, বৈরুত, দ্বিতীয় মুদ্রণ, ১৪০৩ হি. = ১৯৮৩ খ্রি.

১৮. সুনানে দারু কুতনী, আবুল হাসান আলি বিন উমর বিন আহমাদ (মৃ. ৩৮৫ হি.), তাহকিক. শুআইব আল-আরানাউত, বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, মুআস সাসাতুর রিসালা, বৈরুত, লেবানন, প্রথম মুদ্রণ, ১৪২৪ হি. = ২০০৪ খ্রি.

১৯. মুসান্নাফে আবদুর রাজ্জাক, আলমুসান্নাফ, আবু বকর আবদুর রাজ্জাক বিন হুমাম বিন নাফে (মৃ. ২১১ হি.), হাবিবুর রহমান আজমী, বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, মাজলিসুল  ইলমি, হিন্দুস্তান, (পুনপ্রকাশ: আলমাকতাবাতুল ইসলামী, বৈরুত, দ্বিতীয় মুদ্রণ, ১৪০৩ হি.)

২০. মুসতাদরাকে হাকেম, আল-মুসতাদরাক আলাস-সাহিহাইন, আবু আবদুল্লাহ আল-হাকেম মুহাম্মাদ বিন আবদুল্লাহ আন-নিশাপুরী, তাহকিক, মুসতফা আবদুল কাদের আতা, বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, দারুল কুতুবিল ইলমিয়া, বৈরুত, প্রথম মুদ্রণ, ১৪১১ হি. = ১৯৯০ খ্রি.

২১. আলমুজামুল আওসাত, সুলাইমান বিন আহমাদ বিন আইয়ুব আত-তাবরানী (মৃ. ৩৬০ হি.), তাহকিক, তারেক বিন আওযুল্লাহ, বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, দারুল হারামাইন, মিশর

২২. ফাতহুল কদীর, কামালুদ্দিন মুহাম্মাদ বিন আবদুল ওয়াহহাব, ইবনুল হুমাম নামে পরিচিত ( মৃ.৮৬১ হি.), বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, দারুল ফিকর

২৩. আততারগীব ফি ফাযায়িলিল আমাল, আবু হাফস উমর বিন আহমাদ বিন উসমান, ইবনে শাহিন নামে পরিচিত (মৃ. ৩৮৫ হি.), বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, দারুল কুতুবিল ইলামিয়া, বৈরুত, লেবানন, প্রথম  মুদ্রণ, ১৪২৪ হি. = ২০০৪ খ্রি.

২৪. আলমুজামুল কাবীর, সুলাইমান বিন আহমাদ বিন আইয়ুব, আবুল কাসেম আত-তাবরানী (মৃ. ৩৬০ হি.), বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, মাকতাবাতু ইবনে তাইমিয়া, কায়রো, দ্বিতীয় মুদ্রণ, ১৪১৫ হি. = ১৯৯৪ খ্রি.

২৫. আল কাযা ওয়াল কদর, আহমাদ বিন হুসাইন বিন আলি আল-খুরাসানী, আবু বকর আল-বাইহাকি (মৃ. ৪৫৮ হি.), তাহকিক: মুহাম্মাদ বিন আবদুল্লাহ, বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, মাকতাবাতুল আবিকান (obeikan), রিয়াদ, সৌদি আরব, প্রথম মুদ্রণ, ১৪২১ হি. = ২০০০ খ্রি.

২৬. জামেউল উসুল ফি আহাদিসির রাসুল, মাজদুদ্দিন আবুস সাআদাত আল-মুবারক বিন মুহাম্মাদ, ইবনুল আসীর (মৃ. ৬০৬ হি.), তাহকিক: আবদুল কাদের আল-আরনাউত, বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, মাকতাবাতুল হুলওয়ানি, প্রথম মুদ্রণ, ১৩৮৯ হি. – ১৩৯২ হি. = ১৯৬৯ খ্রি. – ১৯৭২ খ্রি.

২৭. সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ, মুহাম্মাদ বিন ইউসুফ আস-সালেহী আশ-শামী (মৃ. ৯৪২ হি.), বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, দারুল কুতুবিল ইলমিয়া, বৈরুত, লেবানন, প্রথম মুদ্রণ, ১৪১৪ হি. = ১৯৯৩ খ্রি.

২৮. আসআসমা ওয়াস সিফাত, আহমাদ বিন হুসাইন বিন আলি আল-খুরাসানী, আবু বকর আল-বাইহাকি (মৃ. ৪৫৮ হি.), বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, দারুল জায়ল, বৈরুত, প্রথম মুদ্রণ, ১৪১৭ হি.

২৯. মুসনাদে  আল-আযাম, আবু হানিফা আন-নুমান বিন সাবেত (মৃ. ১৫০ হি.), বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, আল-মুআসসাসাতুল ইসলামিয়া বাংলাদেশ, ঢাকা, বাংলাদেশ, দ্বিতীয় মুদ্রণ, ১৪২৩ হি. = ২০০২ খ্রি.

আরো পড়ুন: তারাজিম বা জীবনী সংক্রান্ত গ্রন্থসমূহ

৩০. হিলইয়াতুল আওলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া, আবু নুআইম আহমাদ বিন আবদুল্লাহ আল-আসপাহানী (মৃ. ৪৩০ হি.), বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, আস-সাআদাহ, মিশর, ১৩৯৪ হি. = ১৯৭৪ খ্রি.

৩১. আততারগীব ফি ফাযায়িলিল আমাল, আবু হাফস উমর বিন আহমাদ বিন উসমান, ইবনে শাহিন নামে পরিচিত (মৃ. ৩৮৫ হি.), বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, দারুল কুতুবিল ইলামিয়া, বৈরুত, লেবানন, প্রথম মুদ্রণ, ১৪২৪ হি. = ২০০৪ খ্রি.

৩২. আলমুজামুল কাবীর, সুলাইমান বিন আহমাদ বিন আইয়ুব, আবুল কাসেম আত-তাবরানী (মৃ. ৩৬০ হি.), বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, মাকতাবাতু ইবনে তাইমিয়া, কায়রো, দ্বিতীয় মুদ্রণ, ১৪১৫ হি. = ১৯৯৪ খ্রি.

৩৩. জামেউল উসুল ফি আহাদিসির রাসুল, মাজদুদ্দিন আবুস সাআদাত আল-মুবারক বিন মুহাম্মাদ, ইবনুল আসীর (মৃ. ৬০৬ হি.), তাহকিক: আবদুল কাদের আল-আরনাউত, বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, মাকতাবাতুল হুলওয়ানি, প্রথম মুদ্রণ, ১৩৮৯ হি. – ১৩৯২ হি. = ১৯৬৯ খ্রি. – ১৯৭২ খ্রি.

৩৪. সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ, মুহাম্মাদ বিন ইউসুফ আস-সালেহী আশ-শামী (মৃ. ৯৪২ হি.), বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, দারুল কুতুবিল ইলমিয়া, বৈরুত, লেবানন, প্রথম মুদ্রণ, ১৪১৪ হি. = ১৯৯৩ খ্রি.

৩৫. আসআসমা ওয়াস সিফাত, আহমাদ বিন হুসাইন বিন আলি আল-খুরাসানী, বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, আবু বকর আল-বাইহাকি (মৃ. ৪৫৮ হি.), দারুল জায়ল, বৈরুত, প্রথম মুদ্রণ, ১৪১৭ হি.

৩৬. তাবিলু মুখতালাফুল হাদিস: আবু মুহাম্মাদ আবদুল্লাহ ইবনু মুসলিম ইবনু কুতাইবা (২৭৬ হি.), বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, আলমাকতাবাতুল ইসলামি – মুআস্সাসাতুল ইসরাক, দ্বিতীয় মুদ্রণ, ১৪১৯ হি. = ১৯৯৯ ঈ.

৩৭. মুশকিলুল হাদিস ওয়া বায়ানুহু: মুহাম্মাদ ইবনুল হাসান ইবনু ফুরাক আলআনসারী আলআসপাহানী, আবু বাকর (৪০৬ হি.), তাহকিক: মুসা মুহাম্মাদ আলী, বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, আলামুল কুতুব, বৈরুত, দ্বিতীয় মুদ্রণ: ১৯৮৫ ঈ.

৩৮. মারিফাতু উলুমিল হাদিস : আবু আবদুল্লাহ আল-হাকেম নিশাপুরী (৪০৫ হি.), তাহকিক: আসাসায়্যিদ মুআজজাম হুসাইন; বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, দারুল কুতুবিল ইলমিয়া, দ্বিতীয় মুদ্রণ: ১৩৯৭ হি. = ১৯৭৭ ঈ.

৩৯. আল জারহু ওয়াত তাদিল: আবু মুহাম্মাদ আবদুর রহমান বিন মুহাম্মাদ আল-মুনজিরি (৩২৭ হি.); বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, দায়েরাতুল মাআরিফ আলউসমানিয়া, হায়দারাবাদ, হিন্দুস্তান, দারু ইহইয়ায়িত তুরাস আলআরাবি, বৈরুত, প্রথম মুদ্রণ : ১২৭১ হি. = ১৯৫২ ঈ.

৪০. আলমাকাসিদুল হাসানা ফি বায়ানি কাসিরিম মিনাল আহাদিসিল মুশতাহিরা আলাল আলসিনা, শামসুদ্দীন আবুল খায়র, মুহাম্মাদ ইবনু আবদুর রহমান ইবনু মুহাম্মাদ আসসাখাবী (৯০২ হি.), তাহকিক: মুহাম্মাদ উসমান, বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, দারুল কুতুব আলআরাবী, বৈরুত, প্রথম মুদ্রণ: ১৪০৫ হি. = ১৯৮৫ ঈ.

৪১. আননুকাতিত তারিফা ফিত তাহদিসি আনির রুদুদি ইবনি আবি শায়বা আলা আবি হানিফা, আলইমাম মুহাম্মাদ যাহেদ আলকাওসারী (১৩৭১ হি.), তাহকিক: ড. হামযাহ আলবাকরী, বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, দারুল ফাত্হ উম্মান, ১৪৩৬ হি.

৪২. আল জামে লি আখলাকির রাবি ওয়া আদাবিস সামে, বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, মাকতাবাতুল মাআরিফ, রিয়াদ ; মুআসসাসাতুর রিসালা

৪৩. ইখতিসারু উলুমিল হাদীস : আবুল ফিদা ইসমাইল ইবনে কাসির (৭৭৪ হি.); তাহকিক: আহমাদ মুহাম্মাদ শাকের, বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, দারুল কুতুবিল ইলমিয়া, লেবানন, বৈরুত; দ্বিতীয় মুদ্রণ।

এবার আমরা হাদিসের প্রসিদ্ধ গ্রন্থের তালিকা থেকে জাল হাদীসবিষয়ক কিতাব নিয়ে আলোচনা করবো। যা আমাদের হাদিসের প্রসিদ্ধ গ্রন্থের তালিকা-র শেষ আলোচনা।

আরো পড়ুন: হানাফী মাযহাবের ফিকহ, ফতওয়া, উসূলে ফিকহের গ্রন্থসমূহ

মাওযু ও জাল হাদীসবিষয়ক কিতাব

১. আল আসরারুর মারফুআহ ফিল আখবারিল মাওযূআহ, (আল-মাওজুআতুল কুবরা-নামে পরিচিত) : মোল্লা আলী কারী (১০১৪ হি.), বইটির সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করেছে, দারুল আমানাহ, মুআস্সাসাতুর রিসালা, বৈরুত

২. মাওজুআতুল কুবরা (কিতাবুল মাওযুআত) : আবুল ফারয আবদুর রহমান ইবনুল জাওযী (৫৯৭ হি.)

আপনাদের সামনে হাদিসের প্রসিদ্ধ গ্রন্থের তালিকা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ তায়ালা সকল হাদীস গ্রন্থসমূহ থেকে আমাদের বেশির থেকে বেশি উপকৃত হওয়ার তাওফিক দান করুন। হাদীসের সকল ইমামদের প্রচেষ্টা কবুল করুন। আমীন ইয়া রাব্বাল আলামীন।

Read more:

error: Content is protected !!