ইসলামী পরিভাষা বিশ্বকোষ
ইসলামী পরিভাষা বিশ্বকোষ

রমযান

রমযান
রমাযান বা রামাদান—আরবী শব্দ। যার মূল হলো—‘রামিয়া’ বা ‘আর-রামম’। যার অর্থ তাপমাত্রা বা শুষ্কতা। বছরের অন্যান্য মাসের মধ্যে মাহে রমাযানের অবস্থান আলাদা। এ মাসের আছে এমন কিছু বৈশিষ্ট, যা অন্যান্য মাসের নেই। ওইসব বৈশিষ্ট সম্পর্কে যতই চিন্তা করা যায় এ মাসের মহিমা, গুরুত্ব ও তাৎপর্য ততই প্রকাশিত হয়।
প্রথম বিশিষ্টতা এই যে, স্বয়ং আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই মাসকে ‘সম্মানিত মাস’ হিসেবে আখ্যায়িত করেছেন।
দ্বিতীয় বিশিষ্টতা এই যে, এই মাসেই সর্বশেষ আসমানী কিতাব কুরআন অবতীর্ণ হয়েছে। মাহে রমাযানের নাম উল্লেখ করে আল্লাহ তাআলা এর ফযিলত ঘোষণা করেছেন—
{شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ}
রমাযান মাস—যে মাসে কুরআন নাযিল করা হয়েছে, যা মানুষের জন্য (আদ্যোপান্ত) হেদায়াত এবং এমন সুস্পষ্ট নির্দেশনাবলী সম্বলিত, যা সঠিক পথ দেখায় এবং (সত্য ও মিথ্যার মধ্যে) চূড়ান্ত ফায়সালা করে দেয়।’[ ]

শেয়ার করুন

সূচীপত্র

error: Content is protected !!