লাইলাতুল কদর
‘লাইলাতুল কদর’ আরবী শব্দ। যার অর্থ অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত বা পবিত্র রজনী। এই রাতকে আল্লাহ তাআলা অনন্য মর্যাদা দিয়েছেন। আখেরী আসমানী কিতাব কুরআন এই রাতেই নাযিল হয়েছে। পবিত্র কালামে এই রাতে ইবাদাতকে হাজার রাতের ইবাদাত থেকেও শেষ্ঠ বলা হয়েছে। রমাযানের শেষ দশকে এই বরকতময় রাতের অন্বেষণের কথা এসেছে। সহীহ বুখারীতে উম্মুল মুমিনীন হযরত আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে—
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُجَاوِرُ فِي العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ وَيَقُولُ: «تَحَرَّوْا لَيْلَةَ القَدْرِ فِي العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ»
‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমাযানের শেষ দশকে লাইলাতুল কদরের তালাশ করতেন এবং বলতেন, তোমরা রমাযানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো।’[[1]]
অন্য আরেক হাদীসে বিশেষভাবে বেজোড় রাতগুলোতে শবে কদর তালাশ করার কথা বলা হয়েছে।[[2]]