ইসলামী পরিভাষা বিশ্বকোষ
ইসলামী পরিভাষা বিশ্বকোষ

হিলাল

হিলাল

চাঁদের বিশেষ একটি অবস্থাকে ‘হিলাল’ বলে। গবেষণা বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের প্রকাশিত আরবী-বাংলা অভিধান-এ আছে—

নতুন চাঁদ, মাসের প্রথম দুই রাত কিংবা প্রথম থেকে তৃতীয় বা সপ্তম রাত বা মাসের শেষের দুই রাত অর্থাৎ ছাব্বিশ-সাতাশের তারিখের চাঁদকে হিলাল বলা হয়, অবশিষ্টাংশ রাতের চাঁদকে ক্বমার বলা হয়।[[1]]

[[1]]  আরবী-বাংলা অভিধান, গবেষণা বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ, জুন-২০০৬, ২য় খণ্ড, পৃষ্ঠা ১০২৭

শেয়ার করুন

সূচীপত্র

error: Content is protected !!