‘কুরআনের বিশুদ্ধ তাফসীর’ – ipaedia.org
তাহকীক ও তাখরীজ যুক্ত সাবলীল চলিত ভাষায় অনূদিত ‘তাফসীরে ইবনে কাছীর’
তাফাসীর বা কুরআন শরঈ বিধি-বিধানের প্রধান ও প্রথম উৎস। তাফসীরকারকগন শরঈ বিধান উদ্ভাবনে এ উৎসকে প্রয়োগ করেছেন। মুফাচ্ছিরগণের পাশাপাশি যুগে যুগে অনেক মুহাদ্দিসগণও শরঈ বিধান বর্ণনা ও নিরূপণের প্রয়াস নিয়েছেন, যদিও মুফাচ্ছিরগণ মূলত কুরআন নিয়ে গবেষণা করেছেন। তাঁরা কুরআন সংগ্রহ, সংকলন, কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণ ইত্যাদি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
যেসব মুফাচ্ছিরগণ তাদের মূল কর্তব্যের পাশাপাশি কুরআনের আলোকে শরীয়তের বিধি-বিধান নির্ণয়ে সচেষ্ট হয়েছেন তাদের অন্যতম আবুল ফিদা ইসমাইল ইবনে উমার ইবনে কাছীর (৭০৭-৭৭৪ খ্রি.)। কুরআনের সংকলন, ব্যখ্যা বিশ্লেষণের পাশাপাশি তাঁর রচিত মৌলিক গ্রন্থসমূহে তিনি কুরআনের আলোকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে শরঈ বিধি-বিধান নির্ণয়ে সবিশেষে ভূমিকা পালন করেন। ইলমে তাফসীরে অনবদ্য অবদানের পাশাপাশি এ মহান মনীষী কুরআনের আলোকে শরঈ বিধি-বিধান নির্ণয়ে অসামান্য অবদান রেখেছেন। ইবনে কাছীর রাহিমাহুল্লাহ কেবল কুরআনের উপর গবেষণা করেননি; বরং তিনি শরঈ বিধি-বিধান নির্ণয়েও বিশাল অবদান রেখেছেন।

তাহকীক ও তাখরীজ যুক্ত সাবলীল চলিত ভাষায় অনূদিত ‘তাফসীরে ইবনে কাছীর’
আলহামদুলিল্লাহ তাহকীক ও তাখরীজ যুক্ত সাবলীল চলিত ভাষায় অনূদিত ‘তাফসীরে ইবনে কাছীর’-এর অনুবাদ প্রকল্প চলমান। আশা রাখি আগামী ২০২৬ ডিসেম্বর নাগাত অনুবাদ, তাহকীক ও তাখরীজ কর্মটি সমাপ্ত হবে। গ্রন্থটির অনুবাদ ও তাহকীক ও তাখরীজ এর ক্ষেত্রে শাইখ শুআইব আল-আরনাউত্ব (রাহিমাহুল্লাহ) এর তাহকীক ও তাখরীজ সংযুক্ত নুসখাটি নির্বাচন করা হয়েছে। ‘তাফসীরে ইবনে কাছীর’ অনুবাদ কার্যক্রম নিঃসন্দেহে একটি দীর্ঘমেয়াদী কাজ এবং ব্যয়বহুলও বটে, তাই যারা সাদাকায়ে জারিয়ার এই কাজে নিজেদেরকে সম্পৃক্ত করতে চান তারা আর্থিক ভাবে অংশগ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ।
আইপিডিয়া-র চলমান প্রকল্পসমূহে ও ‘তাফসীরে ইবনে কাছীর’-এর অনুবাদ প্রকল্পে আর্থিক সহযোগিতার মাধ্যমে অংশগ্রহনের সুযোগ রয়েছে। আপনাদের সহযোগিতা দ্বীনের এই কাজকে আরও ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ। অংশগ্রহণ করতে যোগযোগ করুন,
📞 যোগাযোগ ও হোয়াটসঅ্যাপ
+8801600-351706
যারা আইপিডিয়া-র চলমান প্রকল্পসমূহে অনুদান পাঠাবেন তারা অবশ্যই রেফারেন্স হিসাবে ‘ipaedia’ এই শব্দটি লিখবেন।
বিকাশ: 01639773030 (Personal)
রকেট: 01639773030 (Personal)
নগদ: 01639773030 (Personal)
উপায়: 01639773030 (Personal)
সেলফিন: 01639773030
প্রয়োজনে যোগাযোগ করুন,