খালিদ ইবন সাঈদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভাষণ
ইসলাম কবুল করার ইচ্ছায় খালিদ ইবনে সাঈদ ইবনুল আস রা. রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে নিজের স্বপ্নের কথা বলেন। তিনি বলেন, আমার পিতা সাঈদ আমাকে প্রজ্জ্বলিত একটি অগ্নিকুণ্ডে ধাক্কা দিয়ে ফেলে দিতে উদ্যত হচ্ছেন, ঠিক এই মুহূর্তে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোমর ধরে অগ্নিকুণ্ডে পতন থেকে তাঁকে রক্ষা করেন। তখন রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে সাঈদের উদ্দেশ্যে একটি সক্ষিপ্ত ভাষণ দেন। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
‘আমি তোমাকে আল্লাহর পথে আহ্বান করছি, যিনি এক যার কোনো অংশীদার নেই। নিঃসন্দেহে মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল। তোমরা যাদের পূজা করছো, তাদের ত্যাগ করো। এগুলো পাথর ছাড়া আর কিছু নয়, তারা তোমাদের যেমন উপকার করতে পারে না, তেমনি ক্ষতিও করতে সক্ষম নয়। তারা জানে না, কারা তাদের তৈরি করেছে।
আরো পড়ুন: দাজ্জালের ভয়াবহ বিপর্যয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভাষণ
আরো পড়ুন: তাবুক যুদ্ধকালে বাহনে উপবিষ্ট অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভাষণ