মক্কায় নবূওয়াতের প্রাথমিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভাষণ
নবুওয়াতের প্রাথমিক জীবনে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাষণে মক্কার মুশরিকদের সতর্ক করতেন। তাদের মৃত্যু ও আখেরাতের কথা বিভিন্ন উপমার মাধ্যমে বুঝিয়ে দিতেন। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদের উদ্যেশ্যে এক ভাষণে বলেন,
‘সিপাহসালার তাঁর সাথিদের কখনও অসত্য বা ভুল তথ্য প্রদান করেন না। আল্লাহর কসম! আমি যদি পৃথিবীর সব মানুষের সাথেও মিথ্যা বলতে প্রস্তুত থাকতাম, তবুও তোমাদেরকে অবাস্তব কোনো কথা বলতাম না। সমগ্র জগতের মানুষকে ধোঁকা দেওয়ার ব্যাপারেও যদি আমি রাজি থাকতাম, তবুও তা তোমাদের সাথে করতে পারতাম না। একক আল্লাহ যাঁর কোনো শরিক নেই, তাঁর শপথ! আমাকে তোমাদের প্রতি বিশেষভাবে এবং গোটা জাহানের প্রতি সাধারণভাবে নবীরূপে প্রেরণ করা হয়েছে। আল্লাহর শপথ! তোমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে ঠিক তেমনি, যেমনটি তোমরা প্রতিদিন ঘুমিয়ে থাকো এবং নিঃসন্দেহে তোমাদের পুনরায় উত্থিত হতে হবে, যেমনটি ঘুম থেকে নিত্য জাগ্রত হও। আর তোমাদের কর্মকাণ্ডের অবশ্যই হিসাব নেওয়া হবে। ‘ভালো’-এর প্রতিদান ভালো আর ‘মন্দ’-এর বিনিময়ে মন্দ ফলাফল পেতে হবে। তা অনন্তকালের জন্য জান্নাত কিংবা চিরদিনের জন্য জাহান্নাম হবে।’ (আহমাদ যাকি সাফওয়াত, জামহারাতুল খুতাব : ১/১৪৭)
আরো পড়ুন: জনগণের সমাবেশে প্রদত্ত আরও একটি ভাষণ
আরো পড়ুন: জনগণের এক সমাবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভাষণ