সিরাত বিশ্বকোষ
সিরাত বিশ্বকোষ

মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিদের জন্য আয়োজিত ভোজসভায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভাষণ

লেখক: আহমাদ রিফআত

বিষয় : বিষয়ভিত্তিক সিরাত

মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিদের জন্য আয়োজিত ভোজসভায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভাষণ

নবুওয়াতের পরপর যখন আল্লাহ তায়ালা প্রকাশ্যে ইসলাম প্রচারের আদেশ দেন, তখন রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জনসমাবেশ ও মানুষ সমাগমের স্থানে ইসলামের সুমহান দাওয়াত ছড়িয়ে দিতে থাকেন। এরই ধারাবাহিকতায় মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিদের জন্য আয়োজিত এক ভোজসভায় রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দেন।

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ভাষণে তাদেরকে ইসলাম গ্রহণের দাওয়াত দেন। ‘কে আমার সহযোগী হবে?’ বলে বলে বারবার তাদেরকে আহ্বান করেন। কিন্তু কেউ কোনো সাড়া দেয় না। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ভাষণে বলেন,

বিজ্ঞাপন

 ‘হে আবদুল মুত্তালিবের বংশধর! আল্লাহ আমাকে তোমাদের এবং সকল সৃষ্টিজগতের কাছে একজন রাসূল হিসেবে প্রেরণ করেছেন। (বলেছেন) ‘তোমার নিকটাত্মীয়দের সতর্ক করে দাও।’ আমি তোমাদের দুটি কথার প্রতি আহ্বান করছি! (এক) আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তার সাক্ষ্য এবং (দুই) আমি (মুহাম্মাদ) আল্লাহর রাসূল। (সুতরাং বলো) কে কে আমাকে গ্রহণ করবে এবং আমার সহযোগী হবে?

তখন হজরত আলি রা. বললেন, হে আল্লাহর রাসূল, আমি! রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বসো। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার জনগণের সামনে এই বাক্য উচ্চারণ করলেন এবং সবাই চুপ করে রইল। হজরত আলি রা. দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি প্রস্তুত আছি! রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বসো। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার জনগণের উদ্দেশ্যে একই কথার পুনরাবৃত্তি করলেন কিন্তু কেউ জবাব দিল না। হজরত আলি রা. বললেন, হে আল্লাহর রাসূল, আমি প্রস্তুত রয়েছি! রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বসো। তুমি আমার ভাই।’ (তারিখে তাবারি : ১/৮৮-৯০; সহীহ সিরাতিন নাবাবিয়্যা : ১/১৩৬)

আরো পড়ুন: জনগণের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভাষণ

আরো পড়ুন: গাদীর খুম-এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভাষণ

শেয়ার করুন

সূচীপত্র

error: Content is protected !!