সিরাত বিশ্বকোষ
সিরাত বিশ্বকোষ

৩৫. (১৫) সারিয়্যা উক্কাশা ইবনে মিহসান রা. – Expedition of Ukasha bin Al-Mihsan

লেখক: আহমাদ রিফআত

বিষয় : বিষয়ভিত্তিক সিরাত

৩৫. (১৫) সারিয়্যা উক্কাশা ইবনে মিহসান রাযিয়াল্লাহু আনহু – Expedition of Ukasha bin Al-Mihsan

১৫. উকাশা বিন আল-মিহসানের অভিযান

 

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কর্তৃক প্রেরিত সারিয়্যা : ১৫

তারিখ রবিউল আওয়াল, ৬ হিজরি; আগস্ট, ৬২৭ খ্রিষ্টাব্দ
অবস্থান গামার, জাজান, আরব
ফলাফল ১. বনু আসাদ সদস্যরা পালিয়ে যায়।

 

২. ২০০টি উট গনিমত লাভ হয়।

সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
উকাশা ইবনে মিহসান বনু আসাদ
শক্তি
৪০ জন অজ্ঞাত
হতাহত ও ক্ষয়ক্ষতি

স্থান ও সময়কাল

সারিয়্যা উক্কাশা ইবনে মিহসান রাযিয়াল্লাহু আনহু ৬ষ্ঠ হিজরি সনের রবিউল আওয়াল মাসে সংঘটিত হয়েছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্কাশা ইবনে মিহসান আসাদি রাযিয়াল্লাহু আনহু-কে ৪০ জনের একটি দলসহ বনু আসাদের মোকাবেলায় গামার নামক স্থানে প্রেরণ করেন। গামার বনু আসাদের কূপের নাম। মদিনা থেকে তা দুই রাতের দূরত্বে অবস্থিত।[1]

মানচিত্র (৩৬) : উকাশা বিন আল-মিহসানের অভিযান স্থান

ঘটনার বিবরণ

এই অভিযানে সাবিত ইবনে আকরাম, সিবা ইবনে ওয়াহব (মতান্তরে শুয়া ইবনে ওয়াহাব) ও ইয়াজিদ ইবনে কুকায়শও ছিলেন।[2] তারা অতি ক্ষিপ্রতার সাথে গামার অভিমুখে রওনা হন। কিন্তু বনু আসাদের লোকেরা তাদের আগমন সংবাদ পেয়ে স্বীয় ঘরবাড়ি শূন্য করে পাহাড়ের দিকে পালিয়ে যায়। মুসলিম বাহিনী সেখানে পৌঁছে বনু আসাদের ঘরবাড়ি শূন্য দেখতে পান এবং কাউকেও খুঁজে না পেয়ে শুজা ইবনে ওয়াহবকে প্রকৃত ব্যাপার জানার জন্য প্রেরণ করেন। তিনি তাদের কাউকেও পেলেন না, তবে এক ব্যক্তিকে পাকড়াও করেন এবং তাদের গৃহপালিত পশু ও তার চারণভূমির সন্ধান পান। আর সেই ব্যক্তিকে নিরাপত্তা প্রদান করা হয়। অতঃপর তাকে নিয়ে বনু আসাদের চারণভূমিতে গিয়ে দুইশত উট গনিমত হিসেবে লাভ করেন। পরে সেগুলো মদিনায় নিয়ে আসেন এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ করেন। পথে তারা আর কোনো প্রতিরোধের সম্মুখীন হননি।[3]

আরো পড়ুন : সারিয়্যা ফাদাক, ফাদাকের দ্বিতীয় অভিযান – Expedition of Muhaysa ibn Massud (Fadak)

আরো পড়ুন : সারিয়্যা ফাদাক, ফাদাকের প্রথম অভিযান – Expedition of ʿAlī ibn Abī Ṭālib (Fadak)

আরো পড়ুন : সারিয়্যায়ে ওয়াদিউল কুরা (প্রথম) – Expedition of Zayd ibn Harithah (Wadi al-Qura)

ইবনে আইয়ুব বলেন, ‘এই সারিয়ার আমির ছিলেন সাবিত ইবনে আকরাম রাযিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গে উক্কাশা ইবনে মিহসান আসাদি রাযিয়াল্লাহু আনহু। সম্ভবত তারা উভয়ে আমির ছিলেন; অভিযানের শুরুতে ছিলেন একজন এবং অভিযানের শেষদিকে ছিলেন আরেকজন আমির।’[4]

তথ্যসূত্র

[1]. ইবনু সাইয়্যিদিন নাস, উয়ুনুল আসার : ২/১০৩-১০৪; শারহু মাওয়াহিবুল লাদুন্নিয়া : ২/১৫৩-১৫৪

[2]. কিতাবুল-মাগাজি : ২/৫৫০; ইবনে সায়্যিদিন্নাস, উয়ুনুল আসার : ২/১০৪

[3]. ইবনু সাইয়্যিদিন নাস, উয়ুনুল আসার : ২/১০৩-১০৪; শরহু মাওয়াহিবুল লাদুন্নিয়া : ২/১৫৩-৫৪; ইবনু সাদ, আত-তাবাকাতুল কুবরা : ২/৮৪-৮৫; ওয়াকিদি, কিতাবুল মাগাজি : ২/৫৫০; ইবনে কাসির, আল-বিদায়া ওয়ান-নিহায়া : ৪/১৯৪

[4]. শারহু মাওয়াহিবুল লাদুন্নিয়া : ২/১৫৩

শেয়ার করুন

সূচীপত্র

error: Content is protected !!