সিরাত বিশ্বকোষ
সিরাত বিশ্বকোষ

৩৬. (১৬) যুল ক্বাসসাহর প্রথম অভিযান – First expedition of Dhul Qassah

৩৬. (১৬) যুল ক্বাসসাহর প্রথম অভিযান/বনু সালাবার প্রথম আক্রমণ

১৬.বনু সালাবার প্রথম অভিযান

 

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কর্তৃক প্রেরিত সারিয়্যা : ১৬

তারিখ রবিউল আখিরা, ৬ হিজরি; এপ্রিল, ৬২৭ খ্রিষ্টাব্দ।
অবস্থান ঘামরাহ , জিজান আরব
ফলাফল অতর্কিত হামলায় ৯ মুসলমান শহিদ হয়।
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
মুহাম্মদ ইবনে মাসলামাহ রহ. অজ্ঞাত
শক্তি
১০ ১০০
হতাহত ক্ষয়ক্ষতি
৯ জন শহিদ অজ্ঞাত

যুল ক্বাসসাহর প্রথম অভিযানের সংক্ষিপ্ত বিবরণ

উল্লেখিত ৬ষ্ঠ হিজরির রবিউল আওয়াল কিংবা রবিউল আখিরা মাসে মুহাম্মাদ বিন মাসলামা রাযিয়াল্লাহু আনহু-এর নেতৃত্বে দশ সদস্যবিশিষ্ট এক সৈন্যদল যুল ক্বাসসা অভিমুখে প্রেরণ করা হয়। যুল ক্বাসসা, বনু সালাবা নামক অঞ্চলে অবস্থিত। শত্রুদলের সৈন্য সংখ্যা ছিল একশত। শত্রুদল একটি গুপ্তস্থানে আত্মগোপন করে।

কিছুটা অসতর্ক অবস্থায় মুসলিম বাহিনী যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, এমন সময় শত্রু বাহিনী অতর্কিত আক্রমণ পরিচালনা করে তাদের সকলকে হত্যা করে। শুধুমাত্র মুহাম্মাদ বিন মাসলামাহ রাযিয়াল্লাহু আনহু মারাত্মকভাবে আহত হয়ে প্রাণে বেঁচে যান।[1]

মানচিত্র (৩৭) : বনু সালাবার প্রথম অভিযান স্থান

 

বিজ্ঞাপন

তথ্যসূত্র

[1]. আর-রাহিকুল মাখতুম : ২৯৬

শেয়ার করুন

সূচীপত্র

error: Content is protected !!