৩৭. (১৭) যুল ক্বাসসাহর দ্বিতীয় অভিযান/বনু সালাবার দ্বিতীয় অভিযান
১৭. বনু সালাবার দ্বিতীয় অভিযান
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কর্তৃক প্রেরিত সারিয়্যা : ১৭ |
|||||||
|
|||||||
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী | |||||||
আবু উবায়দা রাযিয়াল্লাহু আনহু | অজ্ঞাত | ||||||
শক্তি | |||||||
৪০ | অজ্ঞাত | ||||||
হতাহত ও ক্ষয়ক্ষতি | |||||||
কোনো ক্ষতি হয়নি। | একজন বন্দি হয় এবং গবাদি পশুর পাল গনিমত লাভ হয়। |
বনু সালাবার দ্বিতীয় অভিযানের সংক্ষিপ্ত বিবরণ
বনু সালাবা অভিযানে শাহাদাত প্রাপ্ত সাহাবিগণের এ শোকাবহ ঘটনার প্রতিশোধ গ্রহণ এবং বনু সালাবাকে শায়েস্তা করার উদ্দেশ্যে রবিউল আখিরা মাসেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবায়দা রাযিয়াল্লাহু আনহু-এর নেতৃত্বে যুল ক্বাসসাহ অভিমুখে ৪০ সদস্যের এক বাহিনী প্রেরণ করেন। রাতের অন্ধকারে পায়ে হেঁটে এ বাহিনী বনু সালাবা গোত্রের সন্নিকটে উপস্থিত হয়ে অতর্কিত আক্রমণ শুরু করেন। কিন্তু বনু সালাবার লোকজনেরা দ্রুত গতিতে পর্বতশীর্ষ অতিক্রম করে পালিয়ে যায়। মুসলিম বাহিনীর পক্ষে তাদের নাগাল পাওয়া সম্ভব হয়নি। তারা শুধু এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমগণের দলভুক্ত হয়ে যান। তখন বনু সালাবা গোত্রের পরিত্যক্ত গবাদি পশুর পাল নিয়ে মুসলিম বাহিনী মদিনা প্রত্যাবর্তন করেন।[1]
আরো পড়ুন : সারিয়্যা তারাফ – Expedition of Zayd ibn Harithah (At-taraf)
আরো পড়ুন : সারিয়্যা ফাদাক, ফাদাকের তৃতীয় অভিযান – Expedition of Bashir Ibn Sa’d al-Ansari (Fadak)
মানচিত্র (৩৮) : বনু সালাবার দ্বিতীয় অভিযান স্থান
তথ্যসূত্র
[1]. আর রাহিকুল মাখতুম : ২৯৬