সিরাত বিশ্বকোষ
সিরাত বিশ্বকোষ

৩৮. (১৮) সারিয়্যা জায়েদ বিন হারিসা (জামুম) – Expedition of Zayd ibn Harithah (Al-Jumum)

৩৮. (১৮) সারিয়্যা জামুম/বনু ‍সুলাইম/জায়েদ বিন হারিসা – Expedition of Zayd ibn Harithah (Al-Jumum)

১৮. সারিয়্যা জায়েদ ইবনে হারিসা রাযিয়াল্লাহু আনহু

 

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কর্তৃক প্রেরিত সারিয়্যা : ১৮

তারিখ ৬২৭ খ্রিষ্টাব্দের এপ্রিল মাস, ৬ষ্ঠ হিজরির রবিউল আখির
অবস্থান বাতনে নাখলার উত্তর পার্শ্বে জামুম নামক স্থান
ফলাফল শত্রুপক্ষ পরাজিত হয় এবং প্রচুর যুদ্ধলব্ধ সামগ্রী ও বন্দি হস্তগত হয়।
বিবাদমান পক্ষ
মুসলমান বনু সুলাইম
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
জায়েদ ইবনে হারিসা রাযিয়াল্লাহু আনহু অজ্ঞাত
শক্তি
অজ্ঞাত

অজ্ঞাত

সময়কাল

৬ষ্ঠ হিজরির রবিউল আখির মাসে সারিয়্যা জামুম সংঘটিত হয়।

সাধারণ বিবরণ ও ফলাফল

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ ইবনে হারিসা রাযিয়াল্লাহু আনহু-এর নেতৃত্বে বনু সুলাইমের বিরুদ্ধে একদল সৈন্য প্রেরণ করেন। জায়েদ ইবনে হারিসা মদিনা থেকে ৪ মাইল দূরে বাতনে নাখলার উত্তর পার্শ্বে জামুম নামক স্থানে যাত্রাবিরতি করলেন। হালিমা নামের এক নারীর সঙ্গে তাদের সাক্ষাৎ হলো। তারই দিকনির্দেশনায় বনু সুলাইমের জনপদের সন্ধান মিলল। জায়েদ ইবনে হারিসা রাযিয়াল্লাহু আনহু বনু সুলাইমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেন। শত্রুপক্ষ পরাজিত হলো। প্রচুর পরিমাণে যুদ্ধলব্ধ সামগ্রী ও বন্দি হস্তগত হলো। জায়েদ ইবনে হারিসা যুদ্ধবন্দি ও যুদ্ধলব্ধ সামগ্রী নিয়ে রাতেই মদিনায় প্রত্যাবর্তন করলেন। বন্দিদের মধ্যে হালিমার স্বামীও ছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে ক্ষমা করেন।[1]

আরো পড়ুন : সারিয়্যা আবু উবাইদা ইবনুল জাররাহ রা. – Expedition of Abu Ubaidah ibn al Jarrah

আরো পড়ুন : সারিয়্যা আবু বকর সিদ্দিক রা. – Expedition of Abu Bakr As-Siddiq

আরো পড়ুন : সারিয়্যা গালিব ইবনে আবদুল্লাহ আল-লাইসি (মায়ফাহ) – Expedition of Ghalib ibn Abdullah al-Laithi (Mayfah)

মানচিত্র (৩৯) : সারিয়্যা জামুম/বনু ‍সুলাইম যুদ্ধাভিযানের স্থান

তথ্যসূত্র

 

 

 

[1]. ইবনু সাদ, আত-তাবাকাতুল কুবরা : ২/৬৮; শায়খ আবদুল হক, মাদারিজুন নুবুওয়াহ : ২/৩৩২; মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বিশ্বকোষ : ১/৩৬৩ ২০০০ সাল; ইবনে হিশাম, আস-সিরাতুন নাবাবিয়্যা : ২/২৭; হাফেজ ইবনে কাসির, আল-বিদায়া ওয়ান-নিহায়া : ৪/১৮০; ইবনে সায়্যিদিন্নাস, উয়ুনুল আসার : ২/১৪৪

শেয়ার করুন

সূচীপত্র

error: Content is protected !!