সিরাত বিশ্বকোষ
সিরাত বিশ্বকোষ

৪০. (২০) সারিয়্যা তারাফ  – Expedition of Zayd ibn Harithah (At-taraf)

৪০. (২০) সারিয়্যা তারাফ – Expedition of Zayd ibn Harithah (At-taraf)

২০. সারিয়্যা জায়েদ ইবনে হারিসা রাযিয়াল্লাহু আনহু

 

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কর্তৃক প্রেরিত সারিয়্যা : ২০

তারিখ অক্টোবর ৬২৭ খ্রিষ্টাব্দ, ৬ষ্ঠ হিজরির জুমাদাল উলা
অবস্থান তুর্ক বা তারাফ (তারাফ বনু সালামার একটি কূপের নাম)
ফলাফল অনেক বকরি ও বিশটি উট মুসলমানদের হস্তগত হয়।
বিবাদমান পক্ষ
মুসলমান বনু সালামা
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
জায়েদ ইবনে হারিসা রাযিয়াল্লাহু আনহু অজ্ঞাত
শক্তি
১৫ জন অজানা

সময়কাল ও সাধারণ বিবরণ

৬ষ্ঠ হিজরির জুমাদাল উলা মাসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ ইবনে হারিসা রাযিয়াল্লাহু আনহু-কে তুর্ক বা তারাফ অভিমুখে প্রেরণ করেন। তারাফ বনু সালামার একটি কূপের নাম। এটি মদিনা থেকে ছত্রিশ মাইল দূরে অবস্থিত। জায়েদ ইবনে হারিসা রাযিয়াল্লাহু আনহু-এর আগমন টের পেয়ে কাফেররা ভীত-সন্ত্রস্ত হয়ে পালিয়ে যায়। তাদের সম্পদের মধ্যে বিশটি উট পাওয়া যায়। তা নিয়ে জায়েদ ইবনে হারিসা রাযিয়াল্লাহু আনহু মদিনায় চলে আসেন।[1]

যাদুল মাআদ প্রণেতা বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ ইবনে হারিসা রাযিয়াল্লাহু আনহু-এর অধিনায়কত্বে পনেরোজন সাহাবিকে প্রেরণ করুন। অনেক বকরি ও বিশটি উট মুসলিম বাহিনীর হস্তগত হয়।’[2]

বিজ্ঞাপন

মানচিত্র (৪১) : সারিয়্যা জামুম/বনু ‍সুলাইম যুদ্ধাভিযানের স্থান

 

আর-রাহিকুল মাখতুম প্রণেতা বলেন, ‘এই অভিযান সংঘটিত হয়েছিল জুমাদাস সানিতে তারাফ বা তারাক নামক এলাকায়।’ ইবনে ইসহাক রহ. বলেন, ‘এটি ছিল নাখলের নিকটবর্তী তারাফ নামক স্থানে। এটি ইরাকগামী রাস্তার পার্শ্বে অবস্থিত।’ বেদুঈনরা ধারণা করেছিল, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাই তারা ভয়ে পালিয়ে যায়। জায়েদ রাযিয়াল্লাহু আনহু সেখান থেকে চারটি উট অধিকার করেন এবং চার দিন পর মদিনায় ফিরে আসেন।[3]

আরো পড়ুন : সারিয়্যা কুরজ ইবনে জাবির ফিহরি (সারিয়্যা উরায়না) – Expedition of Kurz bin Jabir Al-Fihri

আরো পড়ুন : সারিয়্যা খালিদ ইবনুল ওয়ালিদ রা. – Expedition of Khalid ibn al-Walid

আরো পড়ুন : সারিয়্যা গালিব ইবনে আবদুল্লাহ আল-লাইসি – Expedition of Ghalib ibn Abdullah al-Laithi (Al-Kadid)

তথ্যসূত্র

[1]. ওয়াকিদি, কিতাবুল মাগাজি : ২/৫৫৫; আসাহহুস সিয়ার : ১৯১

[2]. ওয়াকিদি, কিতাবুল মাগাজি : ২/৫৫৫; ইবনুল কায়্যিম, যাদুল মাআদ : ২/১২৮-২১

[3]. ইবনে হিশাম, আস-সিরাতুন নাবাবিয়্যা : ৪/১৯৫; আর-রাহিকুল মাখতুম, বাংলা অনু : ৩৫৭, ৩৫৮

শেয়ার করুন

সূচীপত্র

error: Content is protected !!