৭. (৪) সাফওয়ানা অভিযান – First Expedition to Badr (Safwan)
৪. সাফওয়ানা অভিযান বা গাজওয়া বদর আল-উলা
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সংঘটিত গাজওয়া : ৪ |
|||||||||||
|
|||||||||||
বিবাদমান পক্ষ | |||||||||||
মদিনার মুসলমানগণ | মক্কার কুরাইশগণ | ||||||||||
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী | |||||||||||
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম | কুরজ ইবনে জাবির আল-ফিহরি | ||||||||||
শক্তি | |||||||||||
৭০ জন যোদ্ধা | অজ্ঞাত | ||||||||||
হতাহত ও ক্ষয়ক্ষতি | |||||||||||
কোনো লড়াই হয়নি, কোনো ক্ষতি নেই। | কোনো লড়াই হয়নি, কোনো ক্ষতি নেই। |
পরিচিতি ও সময়কাল
গাজওয়ায়ে সাফওয়ানা প্রথম বদর অভিযান নামেও পরিচিত। আর রাহিকুল মাখতুম গ্রন্থকার গাজওয়ায়ে সাফওয়ান অনুচ্ছেদে এটিকে ২ হিজরির রবিউল আওয়াল মাসে (সেপ্টেম্বর ৬২৩ খ্রিষ্টাব্দ) সংঘটিত হয়েছে বলে উল্লেখ করেছেন।
ইবনে ইসহাক রহ.-এর মতে গাজওয়া বদর আল-উলা জুল-উশাইরার পরে সংঘটিত হয়।[1] অপরদিকে আসাহহুস সিয়ার গ্রন্থের বক্তব্যানুসারে এই অভিযান জুল-উশাইরার পূর্বে বা হিজরতের ত্রয়োদশ মাস রবিউল আওয়ালে সংঘটিত হয়।
আরো পড়ুন : মুহাম্মাদ ইবনে মাসলামা রা.-এর অভিযান – Expedition of Muhammad ibn Maslamah
আরো পড়ুন : যুল ক্বাসসাহর দ্বিতীয় অভিযান – Second expedition of Zul Qassah
আরো পড়ুন : যুল ক্বাসসাহর প্রথম অভিযান – First expedition of Dhul Qassah
যুদ্ধের কারণ
এই যুদ্ধাভিযানের ঘটনা হলো, উশাইরার যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করার পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দশ দিন মদিনায় অবস্থান করেন। কুরজ ইবনে জাবির আল-ফিহরি নামের এক কুরাইশ সর্দার বহুসংখ্যক সৈন্য নিয়ে মদিনার চারণভূমিতে মুসলমানদের পশুপালের উপর হামলা চালায়। অনেক মেষ নিয়ে তারা পালিয়ে যায়। এই সংবাদ পেয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ ইবনে হারেসা রাযিয়াল্লাহু আনহু-কে মদিনার শাসক নিযুক্ত করে কয়েকজন সাহাবিকে নিয়ে তাদের পশ্চাদ্ধাবনের উদ্দেশ্যে বের হলেন। এই অভিযানে পতাকা ছিল আলি রাযিয়াল্লাহু আনহু-এর হাতে। বদরের নিকটবর্তী ‘সাফওয়ান’ নামক উপত্যকা পর্যন্ত গমন করার পর যখন শত্রুর সাথে সাক্ষাৎ হলো না, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রত্যাবর্তন করলেন।[2]
স্থান পরিচিতি
‘সাফওয়ান’ বদরের নিকটবর্তী একটি স্থান। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শত্রুর সন্ধানে বদর পর্যন্ত গিয়েছিলেন, তাই এই অভিযানকেই প্রথম বদরের যুদ্ধ বলা হয়।[3]
কুরজ ইবনে জাবির পরবর্তীকালে ইসলাম গ্রহণ করেন। মক্কা বিজয়ের সময় তিনি শাহাদাত লাভ করেন।[4] আলি ইবনে আবি তালিব অভিযানের সাদা পতাকা বহন করেছিলেন। অভিযানকালে জায়েদ ইবনে হারেসাকে মদিনার আমির নিযুক্ত করা হয়।
মানচিত্র (০৭) : সাফওয়ান অভিযান স্থল
আরো পড়ুন : বদরের যুদ্ধ – Battle of Badr
আরো পড়ুন : বনু সুলাইম অভিযান – Al Kudr Invasion
আরো পড়ুন : বাতনে রাগিব অভিযান – Expedition of Ubaydah ibn al-Harith
তথ্যসূত্র
[1]. ইবনে কাসির, আল-বিদায়া ওয়ান-নিহায়া : ৩/৩০৩
[2]. ইবনে হিশাম, আস-সিরাতুন নাবাবিয়্যা : ২/২৫১
[3]. ইবনে কাসির, আল-বিদায়া ওয়ান-নিহায়া : ৩/৩০৩
[4]. আল-ইসাবাহ : ৩/২৯০